X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট: শুল্কমুক্ত সুবিধা না পেলে প্রভাব পড়বে তৈরি পোশাক খাতে

শেখ শাহরিয়ার জামান
২৭ জুন ২০১৬, ২২:১১আপডেট : ২৭ জুন ২০১৬, ২২:৫০

পোশাক শিল্প গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হবার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এরপর থেকে তোলপাড় চলছে বিশ্বজুড়ে। এর প্রভাবে বিভিন্ন দেশের শেয়ার মার্কেট ও মুদ্রার উঠানামা এবং সামনের দিনগুলোতে কী হবে সেটি নিয়ে উদ্বিগ্ন ইউরোপ, আমেরিকা ও এশিয়ার দেশগুলো।
এ বিষয়ে দেশের অন্যতম বড় তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও বিজিএমইএ এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বাংলা ট্রিবিউনকে নিজের আশঙ্কা ও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে খোলামেলা সাক্ষাৎকার দিয়েছেন।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন
বৃহস্পতিবার গণভোটের পর গোটা ইউরোপসহ সারা বিশ্বে এর প্রভাব অনুভূত হচ্ছে এবং গোটা বিষয়টি একটি অনিশ্চিত পরিবেশের সৃষ্টি করেছে। এটি অনেকটা ভূমিকম্পের মতো যার শুরু হয়েছে যুক্তরাজ্যে এবং এর ঢেউ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে।
যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও বিভিন্ন বিষয় যেমন- ভিসা ও মুদ্রায় নিজস্ব স্বকীয়তা বজায় রেখেছিল। ব্রেক্সিটের পর থেকে বিভিন্ন দেশে শেয়ার মার্কেট পড়ে গেছে এবং বিভিন্ন শক্তিশালী মুদ্রা যেমন পাউন্ড অবমূল্যায়িত হয়েছে। স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে- তার মানে ব্যবসায়ীরা বিভিন্ন মুদ্রার ওপর ভরসা রাখতে পারছেন না, যা আমদানি ও রফতানির জন্য ভালো সংবাদ নয়।

রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, স্কটল্যান্ড এখন যুক্তরাজ্য থেকে আলাদা হতে চাচ্ছে যার সূদুরপ্রসারী প্রভাব পড়বে গোটা ইউরোপজুড়ে।

বাংলাদেশের ওপর প্রভাব
যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রফতানি বাজার এবং গত কয়েক দিনে পাউন্ড মুদ্রার অবমূল্যায়ন হয়েছে এবং সেখানে মূল্যস্ফীতি দেখার আশঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাজ্যে মূল্যস্ফীতি হলে ভোগ কমবে এবং ভোগ কমলে বাংলাদেশ থেকে রফতানি কমবে। গোটা পরিস্থিতিটাই সম্পূর্ণ অনিশ্চিত এবং সামনের দিনগুলোতে কী হবে এটি পরিষ্কার নয়।

বাংলাদেশ গত বছর প্রায় তিন বিলিয়ন ডলারের পণ্য যুক্তরাজ্যে রফতানি করেছে যার সিংহ ভাগ তৈরি কাপড় এবং আগামী ২০২১ সাল নাগাদ লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে পাঁচ বিলিয়ন ডলারের।

বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায় কিন্তু এখন এ জোট থেকে বের হয়ে যাবার কারণে এ নিয়ম অকার্যকর হয়ে যাবে। এ সুবিধা যেন অব্যাহত থাকে তার জন্য বাংলাদেশ সরকারকে এখন থেকেই তৎপর হতে হবে।

এছাড়া বাংলাদেশ থেকে যত ফল ও সবজি বিদেশে রফতানি হয় তার ৪০ শতাংশ যায় যুক্তরাজ্যে এবং এ বাজারকে ধরে রাখার জন্য পদক্ষেপ নিতে হবে।

যুক্তরাজ্য অনেক ক্ষেত্রে ইউরোপে বাংলাদেশের ‘কেন্দ্রবিন্দু’ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং ইইউ থেকে বের হয়ে যাবার সিদ্ধান্তের কারণে এর একটি প্রভাব পড়বে বাংলাদেশের ওপর। সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাজ্যের অবস্থান দ্বিতীয় এবং জাপানের পরে। ব্রেক্সিটের পরে সহযোগিতার পরিমাণ যেন না কমে তার জন্য সরকারকে সজাগ থাকতে হবে।


/এসএসজেড/এএইচ/আপ-এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী