X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে লেনদেন কমেছে ১৯৭ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৬, ১৫:৪৫আপডেট : ১০ জুলাই ২০১৬, ১৫:৪৫

ডিএসই ও সিএসই ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ২২১ কোটি ৩ লাখ টাকা। ঈদের আগে শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ১৯ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের চেয়ে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ১৯৭ কোটি ৫৬ লাখ টাকার বেশি। এর মধ্যে ডিএসইতে লেনদেন কমেছে ১৬৭ কোটি ৭৪ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন কমেছে ২৯ কোটি ৮২ লাখ টাকা।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক কমেছে ১২ পয়েন্ট। আর সিএসইতে সিএসসিএক্স সূচক কমেছে ৮ পয়েন্ট।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২০৯ কোটি ৫৪ লাখ টাকা। ঈদের আগে বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৭৭ কোটি ২৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৬৭ কোটি ৭৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৯৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ১০৪ পয়েন্টে এবং ১১ দশমিক ২৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ২০৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, একমি ল্যাবরেটরিজ,  স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ন্যাশনাল ফিড, ন্যাশনাল ব্যাংক, বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার পাওয়ার এবং আমান ফিড।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১১ কোটি ৪৯ লাখ টাকা। ঈদের আগে শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ২৯ কোটি ৮২ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ৮ হাজার ৩৮৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৬ দশমিক ০২ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৮৭ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৫ দশমিক ৮১ পয়েন্ট কমে ১২ হাজার ৭৬৭ পয়েন্টে অবস্থান করছে। তবে সিএসই-৫০ সূচক ০ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ১৪৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল ব্যাংক, অলিম্পিক এক্সেসরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, কেডিএস এক্সেসরিজ, ন্যাশনাল ফিড, ইউনাইটেড এয়ার, কেয়া কসমেটিকস এবং ইসলামী ব্যাংক।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া