X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১
পুঁজিবাজারে লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ৩৯, সিএসইতে বেড়েছে ৫২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৬, ১৫:৩৪আপডেট : ১৩ জুলাই ২০১৬, ০১:২৫

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।  এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ৩৯ পয়েন্ট। আর সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ৫২ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪১৬ কোটি ১৪ লাখ টাকা।  গত সোমবার লেনদেন হয়েছিল ২৮৬ কোটি ৩৩ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের চেয়ে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১২৯ কোটি ৮১ লাখ টাকার বেশি। এর মধ্যে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২১ কোটি ৩৬ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে ৮ কোটি ৪৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ১১ লাখ টাকা।  গত সোমবার লেনদেন হয়েছিল ২৭২ কোটি ৭৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২১ কোটি ৩৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৬ পয়েন্টে একং ১৫ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৩টির, কমেছে ৭১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  এসিআই ফর্মুলা, অ্যাকমি ল্যাবরেটরিজ, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, আমান ফিড, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, মবিল যমুনা, বিএসআরএম লিমিটেড এবং ওরিয়ন ইনফিউশন।

মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২২ কোটি ০৩ লাখ টাকা।  গত সোমবার লেনদেন হয়েছিল ১৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৮ কোটি ৪৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৫২ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৬৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৬ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯১৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১০১ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৭৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ৭২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, ফার কেমিক্যাল, সোস্যাল ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল ফিড, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, এসিআই ফর্মুলা, ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংক।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন