X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রথমার্ধে গ্রামীণফোনের আয় ৫৫৬০ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৬, ২০:৩৭আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৬:২৯

গ্রামীণ ফোন মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন বছরের প্রথম ছয় মাসে আয় করেছে ৫ হাজার ৫৬০ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ১ শতাংশ বেশি। সোমবার গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে দ্বিতীয় প্রান্তিকের আয়ের প্রতিবেদন নিয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান প্রতিষ্ঠানটির সিইও রাজীব শেঠি।

তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় ডেটা রাজস্ব বেড়েছে ৬৪ দশমিক ৬ শতাংশ এবং ডেটার ব্যবহারও বেড়েছে ১৮৬ দশমিক ৪ শতাংশ। এছাড়া গত বছরের একই সময়ের তুলনায় নতুন গ্রাহক ও সেবা থেকে প্রাপ্ত রাজস্ব বেড়েছে ১০ দশমিক ৯ শতাংশ ভাগ।  আর ভয়েস থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।

তুলনামূলক চিত্র তুলে ধরে রাজীব শেঠি বলেন, ২০১৬ এর প্রথম অর্ধে ডাটা গ্রাহক এবং এর ব্যবহার দুটোই বেড়েছে। আমরা ১০ হাজার থ্রিজি বিটিএস স্থাপন শেষ করেছি এবং এর ফলে দেশের ৯০ শতাংশ মানুষ থ্রিজির আওতায় এসেছে। ভয়েস থেকে অর্জিত রাজস্ব এবং মিনিট ব্যবহার বাড়ছে বলেও জানান তিনি।

গ্রামীণফোনের সিএফও দিলীপ পাল বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি গ্রামীণফোনের বোর্ড অফ ডিরেক্টর পরিশোধিত মূলধনের ৮ দশমিক ৫ শতাংশ অন্তবর্তী লভ্যাংশ ঘোষণা করেছে।

তিনি আরও জানান, আয়কর দেওয়ার পর ২০১৫ এর প্রথমার্ধের শতকরা ২০ দশমিক ৪ ভাগ মার্জিনসহ এক হাজার ৫০ কোটি টাকা মুনাফার তুলনায় ২০১৬ এর একই সময়ে নিট মুনাফা হয়েছে শতকরা ১৯ দশমিক ২ ভাগ মার্জিনসহ এক হাজার ৭০ কোটি টাকা। এই সময় শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭ দশমিক ৯২ টাকা।

বছরের প্রথম দিকে থ্রিজি এবং টুজি বিস্তার ও ধারণ ক্ষমতা বৃদ্ধিতে গ্রামীণফোন এক হাজার ৩৬০ কোটি টাকা বিনিয়োগ করেছে বলেও জানান দিলীপ পাল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৬ এর প্রথম অর্ধে গ্রামীণফোন দুই লাখ নতুন গ্রাহক পেয়েছে, যা নিয়ে মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৬৯ লাখ।  এছাড়া ইন্টারনেটে নতুন ৬১ লাখসহ গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৮ লাখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি