X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৩ কোটি, সিএসইতে কমেছে ৪৩ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৬, ১৫:৫২আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৫:৫২

ডিএসই ও সিএসই সপ্তাহের ষষ্ঠ ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত কার্যদিবসের চেয়ে লেনদেন ৬২ কোটি ৭৪ লাখ টাকা বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। তবে এদিন কমছে ডিএসই’র সব সূচক।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে ৪৩ কোটি ৪৮ লাখ টাকা লেনদেন কমেছে। আর বেড়েছে সব সূচক।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক কমেছে ০ দশমিক ৭৬ পয়েন্ট। আর সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ১১ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৩৭ কোটি ৭০ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৪৪ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের চেয়ে এদিন পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ২২ কোটি ২৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪০৭ কোটি ৭৭ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৪৫ কোটি ৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬২ কোটি ৭৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৫৫ পয়েন্ট কমে ১ হাজার ১১৪ পয়েন্টে এবং ০ দশমিক ৪৬ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ১৪০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  বিএসআরএম লিমিটেড, বেক্স ফার্মা, মবিল যমুনা, অ্যাকমি ল্যাবরেটরিজ, শাহজিবাজার পাওয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রজ, আইপিডিসি, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং ডিবিএইচ।

বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৬ কোটি ৯৩ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৭০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ৪৩ কোটি ৪৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১১ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫২৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৮ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ১  হাজার ৪৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৫ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯২৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ১১৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সিটি ব্যাংক, অ্যাকমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, এভিন্স টেক্সটাইল, ইউনাইটেড এয়ার, স্কয়ার ফার্মা, বেক্স ফার্মা, ডোরিন পাওয়ার এবং মবিল যমুনা।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!