X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এক্সপোজার সমন্বয়ে ৫ প্রতিষ্ঠানের মূলধন বাড়ানোর প্রস্তাব অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৬, ১৭:৪৮আপডেট : ২১ জুলাই ২০১৬, ১৫:৫৫

বিএসইসি সহযোগী প্রতিষ্ঠানের মূলধন বৃদ্ধির মাধ্যমে পুঁজিবাজারে ব্যাংকের বাড়তি বিনিয়োগ সমন্বয়ের সুযোগ পেয়েছে ৫ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- ন্যাশনাল ব্যাংক সিকিউরিটিজ, এবি ইনভেস্টমেন্টস, শাহজালাল ব্যাংক সিকিউরিটিজ, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল এবং এমটিবি সিকিউরিটিজ। বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৮০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমটিবি সিকিউরিটিজ ১০ টাকা মূল্যের ১২ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ১২৫ কোটি টাকা উত্তোলনের প্রস্তাব করে। যার মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিশোধিত মূলধন ১৫০ কোটি থেকে বাড়িয়ে ৫৫০ কোটি টাকায় উন্নীত করবে।

সাউথইস্ট ব্যঅংক ক্যাপিটাল সার্ভিস ১০ টাকা মূল্যের ৩০ কোটি শেয়ার ছেড়ে ৩শ’ কোটি টাকা উত্তোলনের প্রস্তাব করে। যার মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিশোধিত মূলধন ১৫০ কোটি থেকে বাড়িয়ে ৫৫০ কোটি টাকায় উন্নীত করবে।

শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ ১০ টাকা মূল্যের ৬ কোটি  শেয়ার ছেড়ে ৬০ কোটি টাকা উত্তোলনের প্রস্তাব করে। যার মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিশোধিত মূলধন ২১৪ কোটি থেকে বাড়িয়ে ২৭৪ কোটি টাকায় উন্নীত করবে।

এবি ইনভেস্টমেন্টের ১০ টাকা মূল্যের ৩০ কোটি ১১ লাখ ৪৩ হাজার ১৭৫টি শেয়ার ছেড়ে ৩০১ কোটি ১৪ লাখ ৩১ হাজার ৭৫০ টাকা উত্তোলনের প্রস্তাব করে। যার মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিশোধিত মূলধন ২৯৮ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ কোটি টাকায় উন্নীত করবে।

এনবিএল সিকিউরিটিজ ১০ টাকা মূল্যের ৩০ কোটি শেয়ার ছেড়ে ৩শ’ কোটি টাকা উত্তোলনের প্রস্তাব করে। যার মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিশোধিত মূলধন ১শ’ কোটি থেকে বাড়িয়ে ৫শ’ কোটি টাকায় উন্নীত করবে।

প্রতিটি প্রতিষ্ঠানের মূল কোম্পানির শেয়ারহোল্ডারদের মধ্যে এ শেয়ার ইস্যু করা হবে।

জানা যায়, বর্তমানে প্রতিটি ব্যাংক তার রেগুলেটরি মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারে। বিনিয়োগের পরিমাণ গণনায় ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের (ব্রোকারহাউজ ও মার্চেন্ট ব্যাংক) মূলধনকে অন্তর্ভুক্ত করা হয়। যদিও বিদ্যমান আইন অনুসারে সাবসিডিয়ারি কোম্পানিগুলো স্বাধীন প্রতিষ্ঠান। এদের প্রতিটির রয়েছে আলাদা পর্ষদ। বিনিয়োগ, মুনাফা ও ঝুঁকি সবই নিজস্ব। তাই সাবসিডিয়ারি কোম্পানির মূলধনকে মূল ব্যাংকের এক্সপোজারে অন্তর্ভুক্ত করার বিষয়টিকে অযৌক্তিক হিসেবে হিসেবে দাবি করে আসছিলেন সংশ্লিষ্টরা।

২০১৩ সালে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের মাধ্যমে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের সক্ষমতা কমিয়ে আনা হয়। পুঁজিবাজারে চলমান মন্দায় এটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠে। বাজারে স্বাভাবিক গতি ফেরানোর স্বার্থে এক্সপোজারের সংজ্ঞা পরিবর্তনের দাবি উঠে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন পর্যায়ে আলোচনা শেষে দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের উন্নয়নে এক্সপোজার গণনায় সাবসিডিয়ারি কোম্পানির মূলধনকে বাইরে রাখার  সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

/এসএনএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা