X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৬২ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ১৬:৫০আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৬:৫৪

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন। গত কার্যদিবসের চেয়ে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৬২ কোটি ২৭ লাখ টাকা। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৭৭ কোটি ৩৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ১১ লাখ টাকা।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক বেড়েছে ০ দশমিক ৯৭ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক বেড়েছে ৬ দশমিক ৫৪ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ১৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৩৯৫ কোটি ৩১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫২ কোটি ৮৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে  ১ হাজার ১১৬ পয়েন্টে এবং ০ দশমিক ৩৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ১৪৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্স ফার্মা, গ্রামীণ ফোন, লিন্ডে বাংলাদেশ, ডিবিএইচ, অ্যাকমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, বাংলাদেম শিপিং করপোরেশন এবং ব্র্যাক ব্যাংক।

মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৯ কোটি ২৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৯ কোটি ৪৩ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৬ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫২৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১  হাজার ৪৭ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬ দশমিক ৩১ পয়েন্ট কমে ১২ হাজার ৮৭৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১১৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, অ্যাকমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ সাবমেরিক কেবল,  বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, গ্রামীণ ফোন, তিতাস গ্যাস, ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো লিমিটেড এবং বেক্সফার্মা।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়