X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
পুঁজিবাজারের লেনদেন

ডিএসইতে প্রধান সূচক ১২, সিএসইতে কমেছে ২৭ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১৫:২৫আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৬:১৪

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন। তবে এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে।  এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক কমেছে ১২ দশমিক ৯১ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স সূচক কমেছে ২৭ দশমিক ৬২ পয়েন্ট।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৫২৭ কোটি ৩০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪১৭ কোটি ১৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫০২ কোটি ৯৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৭৫ কোটি ৫৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২৭ কোটি ৩৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫২৫ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৭ পয়েন্ট কমে ১ হাজার ১০৯ পয়েন্টে এবং ১ দশমিক ২২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১৭৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, মবিল যমুনা, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম লিমিটেড, অ্যাকমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল টিউবস, আইপিডিসি, স্কয়ার ফার্মা, ডিবিএইচ এবং হাইডেলবার্গ সিমেন্ট।

রবিবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৪ কোটি ৩৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১৭ কোটি ৮০ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২৭ দশমিক ৬২ পয়েন্ট কমে ৮ হাজার ৪৭১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৬ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৯১৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ০৮ পয়েন্ট কমে ১ হাজার ৪১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৭ দশমিক ৪১ পয়েন্ট কমে ১২ হাজার ৮২৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৫৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- প্রিমিয়ার সিমেন্ট, অ্যাকমি ল্যাবরেটরিজ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, বেঙ্গল উইন্ডসর, ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক, কেডিএস অ্যাক্সেসরিজ, স্কয়ার ফার্মা, বিএসআএম লিমিটেড এবং ন্যাশনাল হাউজিং ফিন্যান্স।
/এসএনএইচ/
আরও পড়ুন: 
গুলশান হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিমসহ ৫ জেএমবি জঙ্গি ভারতে

‘জঙ্গিবাদের বিরুদ্ধে প্রস্তুতি’ বৈঠকিতে বক্তারা: এটা যুদ্ধ, এ যুদ্ধে জিততে হবে

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
নারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা