X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পরিবেশবান্ধব শিল্পে ঋণ পেতে সবাইকে বেশি রাজস্ব দেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১৭:০৫আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৯:০০

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশে পরিবেশবান্ধব শিল্প কারখানার উন্নয়নে অনেক ঋণ প্রয়োজন। এ খাতে সরকার ৬ থেকে ৭ শতাংশ হার সুদে ঋণ দিতে পারে। তবে এ জন্য সবাইকে বেশি করে রাজস্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রবিবার রাজধানীর চেম্বার ভবনে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) আয়োজিত ‘প্রোমোটিং গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পলিসি ফর বাংলাদেশ: অপরচুনেটিজ অ্যান্ড চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে যেভাবে শিল্পায়ন বাড়ছে তাতে কার্বনের পরিমাণ আরও বেড়ে যাবে। কার্বন কমাতে গেলে আমাদের পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তুলতে হবে। আর এ কারখানা গড়ে তুলতে অতিরিক্ত অর্থ প্রয়োজন। ৬ থেকে ৭ শতাংশ সুদে ঋণ দেওয়া গেলে শিল্প মালিকরা পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তুলতে পারবেন। কিন্তু এ হারে ঋণ পেতে হলে সবাইকে আরও বেশি রাজস্ব দিতে হবে বলে জানান অর্থমন্ত্রী।

তিনি আরও বলেন, কনজ্যুমার এবং প্রোডিউসারের মধ্যে সরকার হলো থার্ড পার্টি। এক্ষেত্রে সরকারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। থার্ড পার্টি হিসেবে সহায়তা করতে গেলে সরকারের রাজস্ব বাড়াতে হবে। বর্তমানে রাজস্বে এটা কাভার করে না। আল্টিমেটলি আমার মনে হয়েছে সরকারের রাজস্ব আরও বাড়াতে হবে।

মুহিত বলেন, ট্যানারির জন্য আমরা সরকারিভাবে সাভারে পরিবেশবান্ধব ট্যানারি জোন করে দিয়েছি। অন্য খাতগুলোর জন্য এখনও এরকম জোন করা সম্ভব হয়নি। তবে ধারাবাহিকভাবে সেদিকে এগুচ্ছি।

এ সময় শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, টেকসই উন্নয়ন করতে গেলে আমাদের পরিবেশবান্ধব শিল্প কারখানা স্থাপন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠায় নির্দেশনা দিয়েছেন। আমরা ব্যবসায়ীসহ শেয়ারহোল্ডারদের সঙ্গে পরামর্শ করে কীভাবে দ্রুত পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে এমসিসিআই'র সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর পরিবেশসম্মত কারখানা করতে কম সুদে ঋণের ব্যবস্থা করার পরামর্শ দিয়ে বলেন, এখন বাংলাদেশ ব্যাংকের একটি তহবিল থেকে ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া হচ্ছে। কিন্তু এ হারও বেশি।

অনুষ্ঠানে পরিবেশবান্ধব শিল্পায়ন নিয়ে দুটি উপস্থাপনা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম আবু ইউসুফ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন। তাঁদের উপস্থাপনায় বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে পরিবেশবান্ধব শিল্পায়নের গুরুত্ব উঠে আসে। পরে এর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মনজুরের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন- বিসিএএসের নির্বাহী পরিচালক ড. এ আতিক রহমান, এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ, বে-ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান প্রমুখ।

/এসএনএইচ/
আরও পড়ুন:

সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলা করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশকে পাকিস্তান-আফগানিস্তান বানাতে দেবো না: আইজিপি

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক