X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

উভয় পুঁজিবাজারে মিশ্র প্রবণতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৬, ১৬:২৭আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৭:০১

 

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেনে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। গত কার্যদিবসের চেয়ে এদিন ডিএসইর লেনদেন বাড়লেও কমেছে সিএসইর। এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক প্রায় ১ পয়েন্ট বাড়লেও অন্য সূচকগুলো কমেছে। আর সিএসইতে সিএসসিএক্স সূচক ১০ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৮৮ কোটি ৮১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৪৫ কোটি ৬১ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৬৩ কোটি ২৮ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ২৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৫ কোটি ০১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৮ পয়েন্টে। আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ১০ পয়েন্ট কমে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ৩ দশমিক ৬২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১১৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  বিএসআরএম স্টিল,  তিতাস গ্যাস, সিভিও পেট্রোকেমিক্যাল, ডিবিএইচ, বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল, অ্যাকমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল পলিমার, মবিল যমুনা এবং বিডি থাই।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৫ কোটি ৫৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১ কোটি ৮১ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১০ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৬২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৬ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৩ পয়েন্টে অবস্থান করছে। তবে সিএসই-৫০ সূচক ০ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১ হাজার ৫১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১৭ দশমিক ০৩ পয়েন্ট কমে ১২ হাজার ৯৪০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১২টির, কমেছে ৮৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ সাবমেরিন কেবল, বেঙ্গল উইন্ডসর, তিতাস গ্যাস, বিএসআরএম লিমিটেড, ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক, বিএসআরএম স্টিল, লাফার্জ সুরমা সিমেন্ট এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।
/এসএনএইচ/
আরও পড়ুন: 

৩৪ কোম্পানির ওষুধ প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের 

ডিপ্লোম্যাটিক লাগেজে কালো ডলার, ঘষলেই চকচকে সাদা

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া