X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ১৭১ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৬, ১৮:০৩আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৮:০৩

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫২৮ কোটি টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ১৭১ কোটি টাকার কিছুটা বেশি।

তবে এদিন উভয় পুঁজিবাজারে সূচকে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৭২ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২ দশমিক ৬৪ পয়েন্ট বেড়েছে।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৩৫ কোটি ৯২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫শ’ কোটি ৯৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৬৫ কোটি ০২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭৭ পয়েন্টে, আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ১২২ পয়েন্টে এবং ৪ দশমিক ৬২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১৪৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এনভয় টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, মবিল যমুনা, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএসআরএম লিমিটেড, আমান ফিড, কেডিএস অ্যাক্সেসরিজ, বিএসআরএম স্টিল, এসআইবিএল এবং স্কয়ার ফার্মা।

রবিবার সিএসইর লেনদেন চিত্র সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২০ কোটি ৮৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৬ কোটি ০৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৬৪ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৬ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩ পয়েন্টে অবস্থান করে। তবে সিএসই-৫০ সূচক ০ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ৪৮ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭ দশমিক ৬১ পয়েন্ট কমে ১২ হাজার ৮৬৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৫টির, কমেছে ৯১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৫টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মবিল যমুনা, বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ সাবমেরিন কেবল, অ্যাকমি ল্যাবরেটরিজ, শাহজিবাজার পাওয়ার, বেঙ্গল উইন্ডসর, অলিম্পিক অক্সেসরিজ, তিতাস গ্যাস এবং স্কয়ার ফার্মা।
/এসএনএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!