X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে এমডি নিয়োগ চূড়ান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৬, ১৭:২৫আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৭:২৫

সোনালী, অগ্রণী, রূপালী ব্যাংক সোনালী, অগ্রণী ও রূপালী- রাষ্ট্রায়ত্ত এই তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। যার মধ্যে কর্মসংস্থান ব্যাংকের এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা সিইও পদে, আনসার ও ভিডিপি ব্যাংকের এমডি শামস-উল-ইসলামকে অগ্রণী ব্যাংকে এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি আতাউর রহমানকে রূপালী ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মতিয়ার রহমান স্বাক্ষরিত নিয়োগ আদেশ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ডে পাঠানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন একজন অতিরিক্ত সচিব।

জানা যায়, রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের নিয়োগের দিন থেকে পরবর্তী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

আরও জানান যায়, সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ড এমডি নিয়োগে সম্মত হয়ে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী প্রস্তাবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য পাঠাবে। এরপর চিঠি দিয়ে ওই ব্যক্তিদের জানানো হবে।

নতুন দায়িত্ব গ্রহণের আগে বর্তমানে কর্মরত ব্যাংকের দায়িত্ব কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার শর্তে নিজ নিজ সুবিধা মতো তারা দায়িত্ব গ্রহণ করতে পারবেন।

সম্প্রতি এ তিন জনের নিয়োগের বিষয়ে সুপারিশ করে অর্থ মন্ত্রণালয়। গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হলে সুপারিশে এমডিদের চাকরির মেয়াদ উল্লেখ না থাকায় তা ফেরত পাঠানো হয়। পরে অর্থ মন্ত্রণালয় থেকে প্রস্তাব সংশোধন করে আবার পাঠানো হলে প্রধানমন্ত্রীর দফতর প্রস্তাব অনুমোদন করে। ফলে আজ চূড়ান্ত প্রস্তাব সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ডে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-
গুলশান হামলা: তামিম-মারজানসহ ৭-৮ জন শনাক্ত, জানা গেছে সাংগঠনিক নাম

হার্ট অ্যাটাকে মারা গেছে হাতিটি, ময়নাতদন্ত ঘটনাস্থলেই

/এসআই/এসএনএইচ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা