X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৯, সিএসইতে বেড়েছে ২৪ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৬, ১৭:৫৩আপডেট : ১৬ আগস্ট ২০১৬, ১৭:৫৩

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ১৭ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২৪ দশমিক ২১ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে ৪৪৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৫৬ কোটি ৮০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৮৯ কোটি ৭৭ লাখ টাকার কিছুটা বেশি।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪২৫ কোটি ৪৭ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৩৫ কোটি ৯২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৯ কোটি ৫৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮৬ পয়েন্টে, আর ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৩ পয়েন্টে অবস্থান করছে। তবে ২ দশমিক ৫৪ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৭টির, কমেছে ১২৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, এপেক্স ট্যানারি, ন্যাশনাল পলিমার, মবিল যমুনা, বেক্স ফার্মা, শাহজিবাজার পাওয়ার, এসিআই ফর্মুলা, ইবনে সিনা এবং এনভয় টেক্সটাইল।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২১ কোটি ১০ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন  বেড়েছে ২২ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২৪ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৮৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৯ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১১২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২৬ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৯৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১০৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ সাবমেরিন কেবল, অ্যাকমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক, স্কয়ার ফার্মা, এসিআই ফর্মুলা, অলিম্পিক অ্যাক্সেসরিজ, এসআইবিএল, এবি ব্যাংক এবং লাফার্জ সুরমা সিমেন্ট।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি