X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে সূচক ও লেনদেন কমেলেও বেড়েছে সিএসইতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৬, ১৬:০৬আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৬:০৬

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।  এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৪১ পয়েন্ট কমেছে। তবে সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স প্রায় ১ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে ৫২০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬১৩ কোটি ৫৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৯৩ কোটি ১১ লাখ টাকার কিছুটা বেশি।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৯৬ কোটি ১২ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৮৯ কোটি ৪০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৯৩ কোটি ২৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৫১ পয়েন্ট কমে ১ হাজার ১০৭ পয়েন্টে এবং ৮ দশমিক ৭৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৩৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  মবিল যমুনা, ন্যাশনাল টিউবস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ইন্সুরেন্স, এপেক্স ট্যানারি, অ্যাটলাস বাংলাদেশ, শাহজিবাজার পাওয়ার, অ্যাকমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং বিএসআরএম লিমিটেড। 

বুধবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৪ কোটি ৩০ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১৭ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ০ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫২১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ০ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৯৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৪১ পয়েন্ট কমে ১ হাজার ৪২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ০ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৬৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১০৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৬টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, শাহজিবাজার পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, কেয়া কসমেটিকস, বেঙ্গল উইন্ডসর, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, ডোরিন পাওয়ার, জাহিন টেক্সটাইল, সাইফ পাওয়ার এবং মবিল যমুনা।
/এসএনএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!