X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১৯, সিএসইতে কমেছে ৪৭ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৬, ১৫:৪৭আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৫:৪৭

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয় কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৭১ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪৭ দশমিক ৯৪ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে ৪৮৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৫২০ কোটি ৪২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৩১ কোটি ২৬ লাখ টাকার কিছুটা বেশি।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বরিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৫১ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৪৯৬ কোটি ১২ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩০ কোটি ৬১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ০৮ পয়েন্ট কমে ১ হাজার ১০৩ পয়েন্টে এবং ৭ দশমিক ২০ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৪০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১৬৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫৫টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- মবিল যমুনা, ন্যাশনাল টিউবস, ট্রাস্ট ব্যাংক, শাহজিবাজার ইন্ডাস্ট্রিজ, অ্যাকমি ল্যাবরেটরিজ, এপেক্স ট্যানারি, মিথুন নিটিং, আলহাজ টেক্সটাইল, কেয়া কসমেটিকস এবং বিএসআরএম লিমিটেড।

বরিবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৩ কোটি ৬৫ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৬৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৪৭ দশমিক ৯৪ পয়েন্ট কমে ৮ হাজার ৪৭৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৮ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১৩ হাজার ৯২০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৭৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭৩ দশমিক ১৮ পয়েন্ট কমে ১২ হাজার ৬৮৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ১৪০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আইসিবি, অ্যাকমি ল্যাবরেটরিজ, কেয়া কসমেটিকস, এপেক্স ট্যানারি, এসআলম কোল্ড রোল, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, মবিল যমুনা, ইউনাইটেড এয়ার এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা