X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ডিএসইতে প্রধান সূচক ৬, সিএসইতে বেড়েছে ২২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫২আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৫২

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ২৫ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২২ দশমিক ৫৬ পয়েন্ট বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন কমেছে ৫৫ কোটি ৭১ লাখ টাকা। তবে সিএসইতে লেনদেন বেড়েছে ১ কোটি ৭১ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪২৫ কোটি ২৭ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪৮০ কোটি ৯৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৫ কোটি ৭১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬ পয়েন্টে এবং ৩ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৪৭৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজিবাজার পাওয়ার, সিঙ্গার বিডি, ইসলামী ব্যাংক, ডোরিন পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মবিল যমুনা, ন্যাশনাল টিউবস এবং অ্যাকমি ল্যাবরেটরিজ।

সোমবার সিএসইর লেনদেন চিত্র সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৮ কোটি ৪৭ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১ কোটি ৭১ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২২ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৩৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৮ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ২১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৭৩৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১০৩টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- অ্যাকমি ল্যাবরেটরিজ, ফার কেমিক্যাল, ইসলামী ব্যাঙক, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বিডি, শাহিজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড, আইডিএলসি, ডোরিন পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ার।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
প্রসঙ্গ ‘অলক্তক’
প্রসঙ্গ ‘অলক্তক’
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে