X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার নির্দেশ এনবিআর চেয়ারম্যানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৬

মো. নজিবুর রহমান বাংলাদেশে সর্বস্তরে রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। এনবিআর’র সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ. মু’মেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের অর্থনীতি দিন দিন বেগবান হওয়ায় দেশে রাজস্ব সম্ভাবনা বিশেষ করে আয়কর, শুল্ক ও ভ্যাট আহরণের সম্ভাবনা বাড়ছে। মাঠ পর্যায়ের কমিশনারবৃন্দ ও তাদের অধীনস্ত কর্মকর্তারা যথেষ্ট প্রয়াস চালানো সত্ত্বেও এখন পর্যন্ত অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত সকল প্রতিষ্ঠান/ব্যক্তিকে করের আওতায় আনা যায়নি। এখনও বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ বিরাজ করছে। আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগ কর্তৃক এ বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। আয়কর, কাস্টমস্ ও ভ্যাট সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ও নিয়মিত পারস্পরিক তথ্যাদি আদান-প্রদানের মাধ্যমে একটি অধিকতর কার্যকর টীমওয়ার্ক প্রতিষ্ঠা করার লক্ষ্যে আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের সদস্যবৃন্দের সমন্বয়ে একটি জরুরি Brainstorming Session আয়োজন করার জন্য নির্দেশনা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান।

উক্ত সেশনে নিম্নোক্ত ৫ দফা নির্দেশনা নিবিড়ভাবে পর্যালোচনাপূর্বক একটি কৌশলপত্র প্রণয়ন করা হবে। যা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন শেষে দেশে ফিরে উপস্থাপন করবেন মো. নজিবুর রহমান। দিকনির্দেশনাগুলো হলো- আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের মাঠ পর্যায়ের সকল দফতরের সঙ্গে সমন্বয় রেখে মাঠপর্যায়ে কর রাজস্বের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে একটি প্রতিবেদন প্রেরণ, মাঠ পর্যায়ের সকল রাজস্ব কর্মকর্তাদের পারফরমেন্সের মূল্যায়ন ও মাসিক ভিত্তিতে প্রতিবেদন প্রেরণ, মাঠ পর্যায়ে রাজস্ব ফাঁকি প্রদানকারী প্রতিষ্ঠানের একটি তালিকা প্রণয়ন ও তাদেরকে  রাজস্ব-বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য কৌশল প্রণয়ন, আইসিটি ব্যবহারের মাধ্যমে আয়কর, শুল্ক ও ভ্যাট কার্যক্রমকে গতিশীল করা এবং এ সকল বিষয় নিয়ে আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের মহাপরিচালক/কমিশনারদের মধ্যে মাসিক পর্যালোচনা সভার আয়োজন করা।

এ বিষয়ে এনবিআর চেয়াম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘চলতি অর্থ বছরের বাজেটে আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের লক্ষ্যমাত্রা অর্জনে পরিচালিত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক রাজস্ব আদায়ের গতিশীলতা বজায় রাখা প্রয়োজন। এক্ষেত্রে যে সব বাধা/প্রতিবন্ধকতা আসবে তা নিরসনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখতে হবে।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা