X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কল-কারখানায় পুরনো যন্ত্রপাতি আমদানিতে নিষেধাজ্ঞা

গোলাম মওলা
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৪

এখন থেকে কল-কারখানায় ব্যবহারের জন্য বেশি পুরনো যন্ত্রপাতি আনা যাবে না। শিল্প কারখানার মালিকদের উদ্দেশে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেওয়ার পর রবিবার অধিক পুরাতন মেশিন আমদানির জন্য এলসি না খোলার ব্যাপারে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পুরাতন যন্ত্র- প্রতীকী ছবি বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেশি পুরনো যন্ত্রপাতি (মেশিন)  জনজীবনের জন্য হুমকি ও পরিবেশবান্ধব না হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, পুরনো যন্ত্রপাতি আমদানি বন্ধের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। গত ৮ আগস্ট মন্ত্রণালয়ের উপ-সচিব শাহাদাৎ হোসাইন স্বাক্ষরিত চিঠিটিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বলা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ইনোভেশন বিষয়ক কর্মপরিকল্পনা-২০১৬ বাস্তবায়নের লক্ষ্যে গত ১৬ জুলাই অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে এ ধরনের যেন্ত্রপাতির জন্য এলসি না খুলতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে পুরনো যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খোলার ক্ষেত্রে রফতানিকারক প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট যন্ত্রপাতির '‘অর্থনৈতিক আয়ুষ্কাল সনদ’ অবশ্যই সংগ্রহ করতে হবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের উপ-মহাব্যবস্থাপক জাকির হোসেন চৌধুরী বলেন, বেশি পুরনো যন্ত্রপাতি জনজীবনের জন্য হুমকি ও পরিবেশবান্ধব না হওয়ায় বাণিজ্যমন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক সে ব্যাপারে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে। তিনি বলেন, বেশি পুরনো যন্ত্রপাতি আনার ক্ষেত্রে রফতানিকারক প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট যন্ত্রটির অর্থনৈতিক আয়ুষ্কাল সনদ না পাওয়া পর্যন্ত কোনও এলসি খোলা যাবে না।

/টিএন/আপ-এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!