X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৮

‘বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে’ বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও   রূপালী ব্যাংকের পরিচালক অধ্যাপক ড. মো. হাসিবুর রশিদ। তিনি বলেন,  প্রবাসীরা এখানে নির্বিঘ্নে বিনিয়োগ করতে পারেন।  বাংলাদেশের আর্থিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শুধু শহর ভিত্তিকই নয়, দেশের গ্রাম-গঞ্জেও বিনিয়োগের অবকাঠামো  গড়ে উঠেছে। মোট কথা বিনিয়োগের ক্ষেত্রে  বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। সম্প্রতি নিউইয়র্কে এনআরবি বিজনেস  নেটওয়ার্ক আয়োজিত ‘বাংলাদেশে বিনিয়োগে উজ্জ্বল সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ড. মো. হাসিবুর রশিদ বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখানের উন্নয়ন হচ্ছে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শুধু রাজধানী ঢাকা নয়, গ্রাম পর্যায়ে এর বিকাশ ঘটাতে হবে। এজন্য সরকারের পাশাপাশি  দেশি-বিদেশি  ও  প্রবাসী বিনিয়োগকারীদের বিনিয়োগে এগিয়ে আসতে হবে।

নিউইয়কের জ্যাকসন হাইটস্থ একটি হোটেলে এনআরবি বিজনেস নেটওয়ার্ক-এর পরিচালক হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক ড. মো. আকরাম হোসেন ও সোনালী এক্সচেঞ্জ ইনক-এর প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ আতাউর রহমান। বক্তব্য রাখেন সাপ্তাহিক ঠিকানা-এর প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, বাংলাদেশ সোসাইটি ইনক-এর সাবেক সভাপতি নার্গিস আহমেদ, সাপ্তাহিক আজকাল-এর প্রধান সম্পাদক ও জেবিবিএ নিউইয়র্ক-এর সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, ডা. আব্দুল লতিফ, মির্জা রফিকুল ইসলাম প্রমুখ।

সেমিনার পরিচালনা করেন এনআরবি বিজনেস নেটওয়ার্কের আরেক পরিচালক মোশাররফ হোসাইন।

সেমিনারে অধ্যাপক ড. হাসিবুর রশিদ বলেন, গত ৬-৭ বছরে দেশের যোগাযোগ ব্যবস্থাসহ সব ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের আর্থিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ফলে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা দ্বিগুণ হয়েছে। দেশে মানুষ এখন ‘লং উইকেন্ড’-এর কথা ভাবছেন।

ড. আকরাম হোসেন বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যেকোনও দেশেই বিনিয়োগের জন্য প্রয়োজন শক্তিশালী অবকাঠামো আর সঠিক ‘পলিসি’। বাংলাদেশের ‘উন্নয়ন পলিসি’ ভালো কিন্তু ব্যবস্থাপনা খারাপ।

/এসআই/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা