X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৬৭ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৬, ১৬:৫৩আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১৬:৫৩

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই সামান্য বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। ডিএসইতে এদিন লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে ৬৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ৩৮ লাখ টাকা।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ২০ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ১৪ পয়েন্ট বেড়েছে।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসই’র লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৯৫ কোটি ৯৭ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৫৩১ কোটি ২৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৪ কোটি ৭৩ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০ দশমিক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯১ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৪ পয়েন্টে এবং ২ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৬১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-মবিল যমুনা, বিএসআরএম স্টিল, যমুনা অয়েল, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্কয়ার ফার্মা, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, ইয়াকিন পলিমার, সিঙ্গার বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট এবং আইপিডিসি।
সোমবার সিএসই’র লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩২ কোটি ৬৬ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ২ কোটি ৩৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৭৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২০ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪২০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১২৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-আরএকে সিরামিকস, ইয়াকিন পলিমার, লংকা-বাংলা ফাইন্যান্স, অ্যাকমি ল্যাবরেটরিজ, বিএসআরএম স্টিল, স্কয়ার ফার্মা, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা, কেয়া কসমেটিকস এবং ইউনিয়ন ক্যাপিটাল।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়