X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ২৫, সিএসইতে কমেছে ৪২ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৬, ১৫:৩৭আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৫:৩৭

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ০৯ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪২ দশমিক ৫১ পয়েন্ট কমেছে।

ডিএসইতে এদিন লেনদেন গত কার্যদিবসের চেয়ে বেড়েছে ৭০ কোটি ৩৮ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৫৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে  ৫৫৯ কোটি ২৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৮৮ কোটি ৯১ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭০ কোটি ৩৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৯৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১ হাজার ১২২ পয়েন্টে এবং ২২ দশমিক ২৫ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৬২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ২০২টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  বিএসআরএম লিমিটেড, সিঙ্গার বিডি, বিএসআরএম স্টিল, মবিল যমুনা, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, আরগন ডেনিমস, অ্যাকমি ল্যাবরেটরিজ, ইউনাইটেড পাওয়ার এবং সোস্যাল ইসলামী ব্যাংক।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩০ কোটি ৭০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ১৩ কোটি ৫৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৪২ দশমিক ৫১ পয়েন্ট কমে ৮ হাজার ৭৯২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭০২ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৪২ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৪ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১ হাজার ৭২ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৬ দশমিক ২৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৬১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১৫২টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বিএসআরএম লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম, কেপিসিএল, পাওয়ার গ্রিড, অ্যাকমি ল্যাবরেটরিজ, বিএসআরএম স্টিল, ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং সিঙ্গার বিডি।
/এসএনএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
শুধু চাকরির পেছনে ছুটবে না, উদ্যোক্তা হবে:  স্বাস্থ্যমন্ত্রী
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের