X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৯, সিএসইতে কমেছে ১৯ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৬, ০০:৫০আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ০০:৫০

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৩১ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ১৯ দশমিক ১৩ পয়েন্ট কমেছে।

ডিএসইতে এদিন লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে ১১০ কোটি ৬৮ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি ৬৮ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ৬১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৫৫৯ কোটি ২৯ লাখ  টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১১০ কোটি ৬৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৯ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৬৬ পয়েন্ট কমে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ২ দশমিক ২৯ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৭৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  সামিট পাওয়ার, সিঙ্গার বিডি, ন্যাশনাল ব্যাংক, পাওয়ার গ্রিড, বাংলাদেশ শিপিং করপোরেশন, অ্যাকমি ল্যাবরেটরিজ, বিএসআএম লিমিটেড, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস এবং ডোরিন পাওয়ার।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৬ কোটি ৯৭ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১৭ কোটি ২৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১৯ দশমিক ১৩ পয়েন্ট কমে ৮ হাজার ৭৭৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩১ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১৪ হাজার ৪১১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৩২ পয়েন্ট কমে ১ হাজার ৭০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৬ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১৩ হাজার ২৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৩৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সামিট পাওয়ার, বিএসআরএম লিমিটেড, অ্যাকমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, ন্যাশনাল ব্যাংক, ইয়াকিন পলিমার, বাংলাদেশ শিপিং করপোরেশন, এস আলম কোল্ড স্টোরেজ, ডোরিন পাওয়ার এবং ড্রাগন সোয়েটার।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া