X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বোয়িং এয়ারক্রাফট যুক্ত হলো ইউএস-বাংলায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৬, ২২:০১আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ২২:০১

বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট বিশ্বমানের সেবা আর যাত্রীদের নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা দিতেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে বোয়িং এয়ারক্রাফট যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার দুপুরে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

জানা গেছে, নেদারল্যান্ড থেকে দুবাই হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটি। ইউএস-বাংলার কর্মকর্তা-কর্মচারীরা করতালির মাধ্যমে বহরে যুক্ত হওয়া নতুন এয়ারক্রাফটিকে বরণ করে নেন। এরপর সিভিল এভিয়েশনের অগ্নি নির্বাপক দুটি গাড়ি পানি ছিটিয়ে এয়ারক্রাফটিকে ওয়াটার স্যালুট জানায়।

মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘২০১৪ সালে ইউএস বাংলা যাত্রা শুরু করলেও দ্রুত সময়ে বেস্ট ডোমেস্টিক এয়ারের গৌরব অর্জন করেছে। বিশ্বমানের এ এয়ারক্রাফটি আমাদের বহরে যুক্ত হয়েছে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটগুলো দিয়ে কলকাতা, কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, মাস্কাট, দোহা, গুয়াংজুসহ বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা হবে।’

তিনি আরও বলেন, ‘ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে আন্তর্জাতিক রুটে অভিষেক ঘটেছে ইউএস-বাংলার। এছাড়া পর্যায়ক্রমে মাস্কাট, সিঙ্গাপুর, কুয়ালালামপুর রুটে ফ্লাইট চালু করা হবে। আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাসের শেষ সপ্তাহে এবং চলতি বছরের ডিসেম্বরে মধ্যে আরও দু’টি নতুন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট বহরে যুক্ত করার পরিকল্পনা আছে।’

৭৩৭-৮০০ এয়ারক্রাফটি প্রসঙ্গে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন,  ‘১৫৮ আসনবিশিষ্ট এ এয়ারক্রাফটি ১০ বছরের পুরাতন। ইকোনোমি ক্লাসে ৩২ ইঞ্চি সিট ক্যাপাসিটির হওয়ায় যাত্রীরা সহজেই নড়াচড়া করতে পারবেন। এছাড়া ৮ডি বিজনেস ক্লাস সিট থাকবে।’

অনুষ্ঠানে এয়ারলাইন্সটির ডিজিএম (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর) মো. কামরুল ইসলাম, পরিচালক (মার্কেটিং সেলস) গাজী সালাহ উদ্দিনসহ অন্যান্যরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/সিএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫