X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

দক্ষিণ এশিয়া অর্থনৈতিক শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৬, ১০:৫২আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১২:৪৭

এসএইএস দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা, যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী নবম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক শীর্ষ সম্মেলন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বিকাল ৩টায় সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী সম্মেলনের সমাপনী দিন রবিবার ভাষণ দেবেন।

বাংলাদেশের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ঢাকায় এই সম্মেলনের আয়োজন করেছে। আয়োজনের সহযোগিতা করেছে- ভারতের ‘রিসার্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিস’ (আরআইএস), নেপালের ‘সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনোমিক্স অ্যান্ড ইনভায়রনমেন্টস’ (এসএডব্লিউটিইই), পাকিস্তানের ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনস্টিটিউট’ (এসডিপিআই) এবং শ্রীলংকার ‘দি ইনস্টিটিউট অফ পলিসি স্টাডিজ অফ শ্রীলংকা’।

সম্মেলনে দক্ষিণ এশিয়ার একশ’রও বেশি বক্তা ‘রিমেনিং সাউথ এশিয়া ইন ২০৩০’ লক্ষ্যমাত্রাসংক্রান্ত ৪টি প্লেনারি ও ৯টি প্যারালাল অধিবেশনে বক্তব্য রাখবেন।

এ প্রসঙ্গে সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, ‘২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করবে এই সম্মেলন।’

তিনি বলেন, ২০৩০ সালে কেমন দক্ষিণ এশিয়া দেখতে চাই সেই ভাবনা নিয়ে আলোচনা হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, নিজেদের চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা নিয়েও আলোচনা হবে। বিভিন্ন সেশনে এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা নিয়েও আলোচনা হবে।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার বিভিন্ন সমস্যা ও এখানকার আর্থ সামাজিক রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে ২০০৮ সালে সাউথ এশিয়া ইকোনমিক সামিটের (এসএইএস) যাত্রা শুরু হয়।

আরও পড়ুন- 


নার্গিসের জবানবন্দির নামে কালক্ষেপণ পুলিশের!

/এসআই/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজনৈতিক সম্পর্ক জোড়ালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোড়ালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান