X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নেপাল চায় রেলপথ ও স্থল ভিসা, বাংলাদেশের দরকার জল বিদ্যুৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৬, ১৪:১৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৫:০১

বাংলাদেশ-নেপাল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন নেপালের বাণিজ্যমন্ত্রী রোমি গাওচান তাসাকালির  (ROMI GAUCHAN TSAKALI) । রবিবার মন্ত্রণালয়ে নিজ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বিবিআইএন চুক্তির আওতায় নেপাল চেয়েছে ২০১৮ সালের মধ্যে মংলা থেকে ভারতের সিনবাদ হয়ে নেপালের বীরগঞ্জ পর্যন্ত রেলপথ এবং তাদের নাগরিকদের জন্য স্থল ভিসা আর বাংলাদেশ প্রত্যাশা করছে নেপালে উৎপাদিত জল বিদ্যুত।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, ‘বৈঠকে মোট তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ভারতকে সঙ্গে নিয়ে নেপালে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। কারণ নেপাল ও বাংলাদেশের মাঝখানে ভারতের অবস্থান। তাই ভারতকে বাদ দিয়ে এ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা সম্ভব না।’

তিনি আরও বলেন, ‘যদিও বিষয়টি পরীক্ষা নিরীক্ষাধীন রয়েছে। কারণ নেপালে বিদ্যুৎ ঘাটতি রয়েছে। আগামী ১/২ বছরের মধ্যে নেপাল যদি তাদের ঘাটতি মেটাতে পারে তবে আমরা সে দেশ থেকে এ বিদ্যুৎ আমদানি করতে পারবো।’

তোফায়েল আহমেদ বলেন, ‘নেপালের সঙ্গে বাণিজ্য বাড়াতে দুই দেশের মধ্যে রেললাইন চালু করার বিষয়ে আলোচনা করা হয়েছে। নেপাল মংলা বন্দর ব্যবহারে আগ্রহী। তাই মংলা থেকে খুলনা পর্যন্ত রেল লাইন নির্মাণ শেষ হলেই দুই দেশের মধ্যে স্থলপথে পণ্য আনা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। রেল ট্রানজিটটি বাস্তবায়িত হলে বঙ্গোপসাগর দিয়ে পণ্য আমদানি করে মংলা নৌবন্দরে তা খালাসের পর মংলা-খুলনা হয়ে চাঁপাইনবাবগঞ্জের রোহানপুর স্থলবন্দরে তা আনতে চায় নেপাল।এরপর ভারতের সিনবাদ রুট ব্যবহার করে দ্রুততম সময়ে তা নেপালের বীরগঞ্জে প্রবেশ করানো সহজ হবে।

তোফায়েল বলেন, ২০১৮ সালের মধ্যে রেল পথে পণ্য আনা নেওয়া শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে নেপালের নাগরিকদের বিমানপথে ভিসা দেওয়া হয়। বাংলাবান্ধা ও রোহানপুর স্থলবন্দর দিয়ে নেপালিদের স্থল ভিসা দেওয়ার আহ্বান করেছেন দেশটির বাণিজ্যমন্ত্রী। যদিও ভিসার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিষয়। তারপরও দুই দেশের সচিব পর্যায়ের একটি কমিটি এ বিষয়ে কাজ করছে। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ভিসা দেওয়ার বিষয়টি চিন্তা করা হবে।’

রেলপথ কোন চুক্তির আওতায় করা হবে? এমন এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিবিআইএন কানেক্টিভিটি চুক্তির আওতায় এটা করা হবে। এটি বাস্তবায়ন করা হলেই নেপালের সঙ্গে সড়ক পথে পণ্য আনা নেওয়া করতে পারবো।’

তিনি আরও বলেন, ‘১৯৭৬ সালে নেপালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য শুরু হয়। এরপর থেকে বাণিজ্য কখনও আমাদের অনুকূলে কখনও নেপালের অনুকূলে ছিল। বর্তমানে ৪০ মিলিয়ন ডলারের পণ্য আমাদানি-রফতানি করা হয়।

/এসআই/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা