X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১ জানুয়ারি থেকে হাজারীবাগের ট্যানারিতে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধ: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৬, ১৯:৫৬আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৯:৫৯



শিল্পমন্ত্রী আমির হোসেন আমু চলতি বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে যেকোনও মূল্যে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা সাভার চামড়া শিল্পনগরিতে স্থানান্তরের জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ‘নির্ধারিত এ সময়সীমার মধ্যে যেসব ট্যানারি মালিক হাজারীবাগ থেকে কারখানা সাভারে স্থানান্তর করতে পারবে না, ২০১৭ সালের পহেলা জানুয়ারি থেকে তাদের কারখানায় গ্যাস, পানি ও বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেওয়া হবে।’রবিবার সাভার চামড়া শিল্পনগরীতে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের বিষয়ে এর আগেও কয়েকবার সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নির্মাতা প্রতিষ্ঠান সরবরাহকৃত নিম্নমানের সরঞ্জাম ফিরিয়ে দেওয়াসহ অভ্যন্তরীণ কারণে নির্মাণ কাজ কিছুটা বিলম্ব হয়েছে। এখন সরকার প্রকল্প বাস্তবায়নের পথে বিদ্যমান সব সমস্যার সমাধান করেছে। এরপরও চূড়ান্তভাবে নির্ধারিত সময়ের মধ্যে এবার যারা হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর করবে না, সাভারের চামড়া শিল্পনগরীতে তাদের নামে বরাদ্দকৃত প্লট বাতিল করা হবে।’
আমির হোসেন আমু বলেন, ‘হাজারীবাগের ট্যানারি বুড়িগঙ্গা নদীসহ রাজধানীর পরিবেশ দূষণের অন্যতম কারণ। এর ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি চামড়াজাত পণ্যের রফতানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাভারে পরিবেশবান্ধব চামড়া শিল্পনগরীতে উৎপাদন শুরু হলে চামড়া শিল্পখাতে মূল্য সংযোজন ও রফতানির পরিমাণ বাড়বে।’
বিশ্বব্যাপী পরিবেশবান্ধব শিল্পের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে দ্রুত হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তর করে বিশ্বের কাছে পরিবেশবান্ধব চামড়া শিল্পের নজির স্থাপনের জন্য ট্যানারি মালিকদের প্রতি আহ্বান জানান শিল্পমন্ত্রী।
পরে শিল্পমন্ত্রী চামড়া শিল্পনগরীতে স্থাপিত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার ও পানি শোধনাগার পরিদর্শন করেন। তিনি প্রকল্পের বিভিন্ন প্লটে ট্যানারি কারখানা নির্মাণ কার্যক্রমও ঘুরে দেখেন।
সভায় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বিসিক চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখারসহ চামড়া শিল্প মালিক, প্রকল্পের চীনা ঠিকাদার প্রতিষ্ঠান, বুয়েট ও প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয় ও বিসিকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা