X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ২৩, সিএসইতে কমেছে ৫৫ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ১৬:০৭আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৬:০৭

ডিএসই ও সিএসই সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৬৫ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৫৫ দশমিক ৭১ পয়েন্ট কমেছে।

এছাড়া এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬২৯ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৪৩ কোটি ৮৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৯১ কোটি ৪৪ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬০৯ কোটি ৪৪ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৮ কোটি টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৫৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ০৫ পয়েন্ট কমে ১ হাজার ১১৩ পয়েন্টে এবং ১ দশমিক ০২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ২০৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ডোরিন পাওয়ার, কেডিএস লিমিটেড, ফরচুনা সু, আমান ফিড, তিতাস গ্যাস, লংকা-বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, জেমিনি সি ফুড এবং মিথুন নিটিং।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৩৮ কোটি ৪৩ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৪ কোটি ০১ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৫৫ দশমিক ৭১ পয়েন্ট কমে ৮ হাজার ৭০০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৭ দশমিক ২৪ পয়েন্ট কমে ১৪ হাজার ২৯৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪২ দশমিক ৮০ পয়েন্ট কমে ১২ হাজার ৮৭৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ১৬৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৪টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ন্যাশনাল ব্যাংক, ফরচুনা সু, বিএসআরএম লিমিটেড, জেডিএস অ্যাক্সেসরিজ, জেমিনি সি ফুড, লংকা-বাংলা ফাইন্যান্স, তিতাস গ্যাস, ইউনাইটেড পাওয়ার, অলিম্পিক অ্যাক্সেসরিজ এবং আইটিসি।
/এসএনএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা