X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

টাকা ফেরতে আরও ৩ বছর সময় পেলো আইসিবি ইসলামিক ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৬, ১৭:৩৪আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১৭:৪৫

 

 

আইসিবি ইসলামিক ব্যাংক বিলুপ্ত ওরিয়েন্টাল ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দিতে আরও তিন বছর (৩৬ মাস) সময় পেলো আইসিবি ইসলামিক ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য তুলে ধরা হয়েছে। সে হিসেবে ব্যাংকটি আমানতকারীদের টাকা পরিশোধের সময় পেল ২০২১ সালের ৪ মে পর্যন্ত। কোনও আমানতকারী কত দিনের মধ্যে পাবেন, তা উল্লেখ করা হয় প্রজ্ঞাপনটিতে।

এর আগে ২০১৪ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী দ্য ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেড (পুনর্গঠন) স্কিমের মেয়াদ ছিল ২০১৮ সালের ৪ মে পর্যন্ত। বৃহস্পতিবার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাতে আরও তিন বছর বাড়ানোর কথা বলা হয়েছে। বৃহস্পতিবারই এই প্রজ্ঞাপনটি দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়েছে, দ্য ওরিয়েন্টাল ব্যাংক লি. (পুনগর্ঠন) স্কীম, ২০০৭-এর অনুচ্ছেদ ১০-এর শর্তের উল্লিখিত ‘এই স্কিম কার্যকর হওয়ার ১০ বৎসর পর’-এর পরিবর্তে ‘এই স্কিম কার্যকর হওয়ার ১৩ বৎসর পর’ প্রতিস্থাপিত হবে।

এছাড়া আগের নির্দেশনা অনুযায়ী ১২০ মাসের মধ্যে সব টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও নতুন নির্দেশনা অনুযায়ী ১৫৬ মাসের মধ্যে ফেরত দিতে হবে।

এর ফলে বিলুপ্ত ওরিয়েন্টাল ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার অপেক্ষা আরও দীর্ঘ হলো। এই আমানতকারীদের অর্থ পরিশোধের জন্য আইসিবি ইসলামিক ব্যাংককে আরও তিন বছর সময় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রসঙ্গত, প্রায় ৬৫০ কোটি টাকার আর্থিক জালিয়াতির কারণে ২০০৬ সালে ওরিয়েন্টাল ব্যাংক অধিগ্রহণ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক পরে এতে প্রশাসক বসায়। ব্যাংকটি থেকে আমানতকারীরা তখন টাকা তুলতে গেলে তারল্য সংকটে পড়ে এই ব্যাংকটি। এরপর আমানতকারীদের অর্থ ফেরত দিতে সাড়ে ছয় বছর সময় দিয়ে ২০০৭ সালে একটি স্কিম বা কর্মসূচি চালু করা হয়। ব্যাংকটি এরপর নতুন নাম ধারণ করে, যার নাম আইসিবি ইসলামিক ব্যাংক। বর্তমানেও এই নামে পরিচিত। ওরিয়েন্টাল ব্যাংকের সব দায় ও সম্পত্তি গ্রহণ করে এই ব্যাংক। ২০১৪ সালে জারি করা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আদেশে বলা হয়, ‘আইসিবি ইসলামিক ব্যাংকের আর্থিক অবস্থা বিবেচনায় আমানতকারীদের পরিশোধিতব্য অর্থ প্রদানের সময়সীমা বাড়িয়ে ১০ বছর করা হলো।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকটির কাছে গ্রাহকদের ৫শ কোটি টাকারও বেশি পাওনা রয়েছে।

ব্যাংক পুনর্গঠনের সময় ৫ বছর সময় দিয়ে স্কিম তৈরি করা হয়েছিল, যা ২০০৮ সালের মে মাস থেকে কার্যকর হয়, শেষ হয় ২০১৩ সালের মে মাসে। ওই সময়ের মধ্যে পাওনা পরিশোধ করতে না পেরে আইসিবি ইসলামি ব্যাংক কর্তৃপক্ষ আরও পাঁচ বছর সময় চায়।

সরকার প্রথমে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত না দিলেও দুই দফায় ৬ মাস ও এক বছর করে মোট দেড় বছর সময় বাড়ায়, যা ৩ নভেম্বর শেষ হয়। এরপর নতুন করে আরও সাড়ে তিন বছর সময় পায় আইসিবি ইসলামিক ব্যাংক। কিন্তু এই সময় শেষ হওয়ার আগেই আরও ৩৬ মাস সময় বৃদ্ধি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, কতিপয় শেয়ার হোল্ডার বিধি লংঘন করে ১০ শতাংশের বেশি এবং বেনামে ওরিয়েন্টাল ব্যাংকের শেয়ার ধারণ করছিলো। বিষয়টি প্রমাণিত হওয়ায় এবং ব্যাংক কোম্পানি আইনের ১৪(ক) ধারা লংঘন করায় শেয়ারধারীদের ৮৬  দশমিক ৩৪ শতাংশ শেয়ার বাংলাদেশ ব্যাংক নিজের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। যার অভিহিত মূল্য ছিল ৪৪৫ কোটি টাকা।

 /জিএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী