X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ডিএসইতে প্রধান সূচক ২২, সিএসইতে কমেছে ৪৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৬, ১৫:২৩আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৫:২৩

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ২০ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৪৮ দশমিক ৯৫ পয়েন্ট কমেছে।

এদিন উভয় স্টক এক্সচেঞ্জে গত কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে ৮৪ কোটি ১৬ লাখ টাকার কিছুটা বেশি। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬৮৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬০১ কোটি ৩০ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেনচিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬৪৪ কোটি ১১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৫৬৪ কোটি ৬৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৯ কোটি ৪৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২ দশমিক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৪৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১ হাজার ১১৭ পয়েন্টে এবং ৮ দশমিক ৫২ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৪৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ১৮৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৮টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, কনফিডেন্স সিমেন্ট, পাওয়ার গ্রিড, ডোরিন পাওয়ার, অ্যাকমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল টিউবস, শাশা ডেনিমস, গোল্ডেন হার্ভেস্ট, ইস্টার্ন হাউজিং এবং ফরচুনা সু।
সোমবার সিএসইর লেনদেনচিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪১ কোটি ৩৫ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৪ কোটি ৬৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৪৮ দশমিক ৯৫ পয়েন্ট কমে ৮ হাজার ৭০১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৪ দশমিক ০২ পয়েন্ট কমে ১৪ হাজার ২৯৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১ হাজার ৬১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪১ দশমিক ১৬ পয়েন্ট কমে ১২ হাজার ৮৮৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৬টির, কমেছে ১৩৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আরএকে সিরামিকস, অ্যাকমি ল্যাবরেটরিজ, ডোরিন পাওয়ার, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বিএসআরইম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, শাশা ডেনিমস, ফরচুনা সু, বিকন ফার্মা এবং ওরিয়ন ফার্মা।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!