X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রযুক্তির উৎকর্ষতায় সেরা অভিজ্ঞতা নিয়ে ‘কোনে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৬, ১৯:৫০আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৯:৫৫

লিফট ও এসকেলেটর এক্সপোতে উপস্থিত ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) সভাপতি ড. আবু সাঈদ এম. আহমেদ, বিল্ডিং ফর টেকনোলজিস অ্যান্ড আইডিয়াসের (বিটিআই) ব্যবস্থাপনা পরিচালক ফায়জুর রহমান খান, ইনস্টারের চেয়ারম্যান আরমান হক এবং টার্নার গ্রাহামস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অব বিজনেস ডেভলপমেন্ট ফারিয়া সামরীন নিজাম। বুধবার থেকে শুরু হওয়া গ্লোবাল লিফট অ্যান্ড এ্যাসকেলেটর এক্সপোতে অংশ নিচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় অ্যালিভেটর ও এ্যাসকেলেটর নির্মাতা প্রতিষ্ঠান কোনে। রাজধানী ঢাকার বসুন্ধরায় অবস্থিত আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আগামীকাল শুক্রবার পর্যন্ত চলবে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল লিফট অ্যান্ড এ্যাসকেলেটর এক্সপো। এতে কোনে নিজেদের উন্নত ও বিশ্ব সেরা প্রযুক্তির অ্যালিভেটর সামগ্রী প্রদর্শন করছে।

পরিবেশ বান্ধব পারফরম্যান্স, প্রিমিয়াম অভিজ্ঞতা এবং পুরষ্কারপ্রাপ্ত নকশার সম্মিলিত পণ্য নিয়ে বাংলাদেশের বাজারে যুক্ত হতেই এই এক্সপোতে অংশ নিচ্ছে কোনে।

লিফট ও এসকেলেটর এক্সপোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) সভাপতি স্থপতি ড. আবু সাঈদ ম. আহমেদ, বিল্ডিং ফর টেকনোলজিস অ্যান্ড আইডিয়াসের (বিটিআই) ব্যবস্থাপনা পরিচালক ফাইজুর রহমান খান, ইনস্টারের চেয়ারম্যান আরমান হক এবং টার্নার গ্রাহামস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অব বিজনেস ডেভলপমেন্ট ফারিয়া সামরীন নিজাম।

এ নিয়ে টার্নার গ্রাহামস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রায়হান নিজাম বলেন, ‘বাংলাদেশের বাজার কোনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক পণ্য এবং নকশা কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে আমাদের ইতিবাচক অবস্থান প্রদর্শনের জন্য এ আয়োজনটি সঠিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘মানুষ সারাবিশ্বজুড়েই ভ্রমণ করছে, এ সময় সৌন্দর্যের ব্যাপারটাও দিনে দিনে প্রাধান্য পাচ্ছে। আমাদের নতুন পণ্যসমূহ, ৫০টির বেশি গাড়ির নকশা এবং শতাধিক অন্যান্য যন্ত্রাংশ এ প্রতিযোগিতামূলক বাজারে আমাদের বাড়তি সুবিধা দেবে।’

ব্যবসা বিষয়ক ম্যাগাজিন ফোর্বসের তথ্য অনুযায়ী, উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে কোনে শীষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত হয়েছে। সেরা ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে কোনে এ নিয়ে ছয়বার বিশ্বের সেরা উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে স্থান পেয়েছে। চলতি বছর কোনে’র অবস্থান ৫৬তম যা ইউরোপে ৮ম উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে। 

/এসআই/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ