X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শীর্ষ ব্র্যান্ডকে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ দিল বিবিএফ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ নভেম্বর ২০১৬, ১৭:০২আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৭:০২

বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথিরা বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ডগুলোকে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০১৬’ দিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। এতে সহযোগীতা করেছে বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড গবেষণা প্রতিষ্ঠান কান্তার মিলওয়ার্ড ব্রাউন, বাংলাদেশ এবং দি ডেইলি স্টার। সম্প্রতি রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যান্ডগুলোকে এ পুরস্কার দেওয়া হয়।

দেশব্যাপী পরিচালিত এক জরিপের ভিত্তিতে ৩৩টি ক্যাটেগরি বা শ্রেণিতে বাংলাদেশের নেতৃস্থানীয় ব্র্যান্ডগুলোকে অনুষ্ঠানে সম্মান জানানো হয়। জরিপটি পরিচালনা করেছে কান্তার মিলওয়ার্ড ব্রাউন, বাংলাদেশ। এবারের জরিপে ৪ হাজার ৮শ’ জনের মতামত নেওয়া হয়ছে। গবেষণা-জরিপটি পরিচালনায় গুণগত মান বজায় রাখার ওপর জোর দেওয়া হয়। সে অনুযায়ী উত্তরদাতাদের মুখোমুখী হয়ে হাতে-কলমে ইন্টারভিউ বা সাক্ষাৎকার (পিএপিআই) নেওয়া হয়। একটি পরিকল্পিত প্রশ্নমালার ওপর উত্তরদাতাদের মত নেওয়া হয়। উত্তরদাতাদের বাছাই করা হয় র‌্যান্ডম স্যাম্পলিং বা দৈবচয়নের মাধ্যমে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ডিরেক্টর নাজিয়া আন্দালিব প্রীমা, কান্তার মিলওয়ার্ড ব্রাউন, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খন্দকার সামিনা আফরিন এবং দ্যা ডেইলি স্টারের হেড অফ মার্কেটিং তাজদীন হাসান বাংলাদেশ ব্র্যান্ড ফোরোমের প্রতিষ্ঠাতা ও এমডি শরীফুল ইসলাম। অনুষ্ঠানে বাংলাদেশ ‘ইয়ুথ হাব’ নামে একটি অনলাইন প্লাটফর্ম উদ্বোধন করেন। এই অনলাইন প্লাটফরর্মটি দক্ষ যুবসমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবারে ২২টি এফএমসিজি (ফাস্ট-মুভিং কনজ্যুমার গুডস) ক্যাটাগরি ও ১১টি নন-এফএমসিজি ক্যাটেগরিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড প্রদান করে। এর সাথে সার্বিকভাবে ১০টি সেরা ব্র্যান্ড এবং ১০টি স্থানীয় সেরা ব্র্যান্ডকে পুরস্কার প্রদান করা হয়। যার মধ্যে গ্রামীণ ফোনকে সার্বিকভাবে সেরা ব্র্যান্ড এবং রাঁধুনি মসল্লাকে স্থানীয় সেরা ব্র্যান্ডের পুরস্কার দেওয়া হয়।

তিনটি বিশেষ ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়। যেখানে সেরা নতুন ব্র্যান্ডের পুরস্কার পায় প্রাণ ফ্রুটো। সর্বোচ্চ উন্নতি করা ব্র্যান্ডের পুরস্কার পায় সুপার ফ্রেশ ফরটিফাইড সয়াবিন অয়েল। আর ব্রান্ডের মধ্যে সর্বোচ্চ ভাল ধারাবাহিকতা বজায় রাখার পুরস্কারটি পায় হরলিক্স। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য মুস্তাফিজুর রহমানকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়।

/এসএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়