X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘ডেনমার্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৬, ১৮:১৭আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৮:১৭

 

শ্রম-ও-কর্মসংস্থান-প্রতিমন্ত্রী-মুজিবুল-হক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘শিল্প কারখানায় মালিক-শ্রমিকের মধ্যে সামাজিক সংলাপের মাধ্যমে আস্থার সম্পর্ক তৈরিতে ডেনমার্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার।’




মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিকাইল হেমনিটি উইনথারের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘ডেনমার্কসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং দক্ষিণ আফ্রিকা কারখানার কর্ম পরিবেশের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধিতে সামাজিক সংলাপকে গুরুত্ব দেয়।’
তিনি আরও বলেন, ‘তৈরি পোশাকসহ সব ধরনের কারখানার উৎপাদন বৃদ্ধি এবং কর্মপরিবেশের উন্নতির জন্য তাদের অভিজ্ঞতা কিভাবে কাজে লাগানো যায় এ বিষয়ে ডেনমার্ক সরকারের সঙ্গে একটি চুক্তি হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শ্রমিক নেতারা একই প্রতিনিধি দল সম্প্রতি ডেনমার্ক ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন কারখানা পরিদর্শন করেছেন। রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় এ বিষয়গুলো উঠে এসেছে।’

মুজিবুল হক বলেন, ‘শিল্প কারখানায় খাত ভিত্তিক ট্রেড ইউনিয়ন গঠনের কথাও চিন্তা-ভাবনা করছে সরকার।’

তিনি বলেন, ‘ইউরোপের দেশগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ ধরনের ট্রেড ইউনিয়ন গঠনের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে। এ বিষয়ে ডেনমার্ক কারিগরী সহায়তা দেবে বলে রাষ্ট্রদূত জানিয়েছেন।’

তৈরী পোশাক শিল্পের কারখানা পরিদর্শন, ঝুঁকি নিরুপণ, কারখানা নিরাপত্তা দেখভালের বিষয়ে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ সক্ষমতা অর্জন করবে। এ লক্ষ্যে রেমিডিয়েশন কো-অর্ডিনেশন সেল-আর সি সি কাজ করে যাচ্ছে। ২০১৮ সালের পরে এর্কড-এলায়েন্সের আর প্রয়োজন পড়বে না বলে মন্ত্রী আশা করেন।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উন্নয়নে সহযোগিতা বৃদ্ধিতে ডেনমার্কের আগ্রহের কথা জানিয়েছেন এবং বাংলাদেশের কারখানার বর্তমান কর্মপরিবেশ বিষয়ে রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেছেন বলে প্রতিমন্ত্রী জানান।
সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (আইএলও) খোন্দকার মোস্তান হোসেন এবং আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
/এসআই/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও