X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের আন্তর্জাতিক মানে দায়িত্বপালনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৬, ০১:৫৪আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ০১:৫৭





তোফায়েল আহমেদ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের দায়িত্ব অনেক। বাংলাদেশ অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে নিরীক্ষা ব্যবস্থা উন্নত ও আন্তর্জাতিক মানের হওয়া প্রয়োজন। আন্তর্জাতিক মান বজায় রেখে পেশাগত দায়িত্ব পালন করতে হবে নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোকে। মঙ্গলবার রাতে (২৯ নভেম্বর) ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত “১৬তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড সিরিমনি ফর বেস্ট প্রেজেনটেড অ্যানুয়াল রিপোর্ট ২০১৫” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, চার্টার্ড এ্যাকাউন্টেন্টদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তাদের দায়িত্বশীল ভূমিকা আমাদের হিসাব ব্যবস্থাকে উন্নত করতে পারে। দেশের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। দক্ষতার সঙ্গে কাজ করার বিকল্প নেই। আন্তর্জাতিক মান বজায় রেখে সঠিক পদ্ধতিতে হিসাব সংরক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ (আইসিএবি)-কে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। তিনি শূন্য হাতে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। আইসিএবি ১৯৭৩ সালে তিনিই প্রতিষ্ঠা করেন। তাঁকে বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির কাজ শেষ করতে দেওয়া হয়নি। আজ তারই সুযোগ্যা কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে ডিজিটাল ও মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন। ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয় বাস্তব। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবেও আত্মপ্রকাশ করবে।’

আইসিএবি -এর প্রেসিডেন্ট কামরুল আবেদিন, এফসিএ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা  ড. মশিউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্বাধীনতার পর দেশের প্রথম অর্থ সচিব মো. মতিউল ইসলাম- এফসিএ, পাবলিসড অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্টস রিভিউ কমিটির চেয়ারম্যান পারভীন মাহমুদ, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান।
/এসআই/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়