X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের বাজারে শুল্কমুক্ত সুবিধা চাইলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৬, ১৪:১৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৪:২৩

বাংলাদেশ-ব্রাজিল ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানজা কাম্পোজ দা নব্রেগা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সৌজন্য সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ‘ব্রাজিলে শুল্কহার অত্যন্ত বেশি বিধায় আমরা সেদেশে পণ্য রফতানির ক্ষেত্রে ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা চেয়েছি। আমরা সেদেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ)চুক্তির প্রস্তাব দিয়েছি। আশা করছি ব্রাজিলের কাছ থেকে আমরা এ সুবিধা পাবো। আমরা ব্রাজিলে রফতানি কম করি, আমদানি বেশি করি।’
তোফায়েল আরও বলেন, ‘বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান ডিজি রোবের্তো আজেবেদো ব্রাজিলের নাগরিক। ওনার মেয়াদ শীঘ্রই শেষ হবে। তিনি আবারও নির্বাচনে অংশ নিতে চান। এ ক্ষেত্রে আমাদের সমর্থন চেয়েছেন। আমরা বলেছি, অতীতেও আমরা তাকে সমর্থন করেছি। এবারও করবো বলে আশা করছি। তবে পররাষ্ট্র মন্ত্রনালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান নেব।’
ডিউটি ফ্রি সুবিধার বিষয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ যে ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা চেয়েছে, বিষয়টি নিয়ে আমাদের সরকারের সঙ্গে আলোচনা করবো।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চাই।’

এ সময় সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ অতিরিক্ত সচিবরা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, ২০১৫-১৬ অর্থ বছরে আমরা  ব্রাজিলে ১৩৫.৬০ মিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছি। এর মধ্যে রয়েছে নিট ওয়ার, ওভেন গার্মেন্ট, ফুট ওয়্যার, সিরামিক পণ্য, কটন ইত্যাদি। আমদানি করেছি ৯৫২.৩০ মিলিয়ন ডলারের পণ্য। এর মধ্যে রয়েছে চিনি, তেল, গম।

/এসআই/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন