X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

২০২১ সালের মধ্যে ৫ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনা হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৬, ১৯:৩১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ২২:২৮

আবুল মাল আবদুল মুহিত ভ্যাটের আওতা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে ৫ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনা হবে।’ রবিবার জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেরা ভ্যাটদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এই পরিকল্পনার কথা জানান।

আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ওই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

অর্থমন্ত্রী বলেন, ‘দেশে ৮০ লাখ প্রতিষ্ঠান ব্যবসা করে। অথচ ভ্যাট দেয় মাত্র ৫০ হাজার প্রতিষ্ঠান। এটা লজ্জার বিষয়। এতদিন আয়কর রিটার্ন জমার হারও ছিল লজ্জার। তবে এ বছর সেই লজ্জা দূর হয়েছে। এখন ২৫ লাখ মানুষ ই-টিআইএন নিবন্ধন করেছে।’ তিনি বলেন, ‘দেশের ১৬ কোটি মানুষের মধ্যে ৬০ শতাংশ মানুষই ভালো আছে।’ আগামী ২০২১ সালের মধ্যে এই ৬০ শতাংশ মানুষকে আয় করের আওতায় আনতে এনবিআরে কর্মকর্তাদের কাজ করে যাওয়ার জন্য পরামর্শ দেন তিনি। এছাড়া তিনি আগামী ৫ বছরে অর্থাৎ ২০২১ সালে ৫ লাখ প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন এনবিআরকে।

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘‘আমরা ভ্যাট ব্যবস্থাপনাকে আরও জনপ্রিয় করতে নতুন ‘মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’’ ও ভ্যাট অনলাইন আগামী জুলাই থেকে বাস্তবায়ন করতে যাচ্ছি। নতুন আইনে ব্যবসায়ীরা আগের চেয়ে বেশি সুবিধা পাবেন। অনলাইনে ভ্যাট দেওয়ার ফলে ব্যবসায়ীদের ভ্যাট অফিসে আসতে হবে না। দেশের সব মানুষ ন্যূনতম ভ্যাট দিলে রাজস্ব জিডিপি ১ শতাংশ বেড়ে যাবে।’  তিনি বলেন, ‘দেশের উন্নয়ন, সমৃদ্ধি, জনকল্যাণ করতে হলে রাজস্ব দিতে হবে। রাজস্বের ক্ষেত্রে আয়কর ও মূসক অবদান রাখছে। জাতির জন্য মহা কল্যাণকর হলো আয়কর। তবে আয়করের চেয়ে মূসকের হার বাড়ছে। মূসক আমাদের সামনে একটি বড় অবদান হয়ে দাঁড়িয়েছে।’

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের  সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, এফবিসিসিআই’য়ের সিনিয়র সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।

অনুষ্ঠানে ভ্যাট অনলাইন প্রকল্পের অধীনে একটি কলসেন্টারের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই কলসেন্টারের মাধ্যমে ভ্যাট অনলাইন ও ভ্যাট সংক্রান্ত যেকোনও সেবা ২৪ ঘণ্টা চালু থাকবে।

এ সময় জাতীয় পর্যায়ে ৯ প্রতিষ্ঠান, ঢাকার চারটি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ও বৃহৎ করদাতা ইউনিটের অধীনে ২১ প্রতিষ্ঠানসহ মোট ৩০ প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীর সম্মাননা প্রদান করা হয়। ২০১৪-১৫ করবর্ষে জাতীয় পর্যায়ে উৎপাদন, সেবা ও ব্যবসা এ তিন খাতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে উৎপাদন খাতে হবিগঞ্জের স্টার সিরামিকস, সাভারের নবীনগরের বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও চট্টগ্রামের কর্ণফুলীর সুপার পেট্রো কেমিক্যাল প্রাইভেট লিমিটেড। সেবা খাতে ঢাকার কাওরান বাজারের ওয়ান ওয়ার্ল্ড এভিয়েশন লিমিটেড, চট্টগ্রামের চৌধুরী টি ওয়্যার হাউজ ও ঢাকা ধানমণ্ডির মাস্টার মাইন্ড স্কুল। ব্যবসা খাতে গাজীপুরের গ্যালারি এপেক্স, চট্টগ্রাম পাহাড়তলীর মেসার্স এম এম ইস্পানি ও গাজীপুর টঙ্গীর ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড। এছাড়া জেলা পর্যায়ে আরও ১২৪টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া  হয়।

/জিএম/টিআর/এমএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!