X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৩৭, সিএসইতে বেড়েছে ৬৯ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৬, ১৭:১২আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৭:১২

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৩২ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৬৯ দশমিক ২০ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৩১ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৮৬ কোটি ৮৯ লাখ টাকা।

বুধবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৬৪ কোটি ৬৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৭৪১ কোটি ২৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩২৩ কোটি ৪০ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯০৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৯ পয়েন্টে এবং ১১ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৯টির, কমেছে ১০০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, অ্যাপোলো ইস্পাত, আরএসআরএম স্টিল, ইফাদ অটোমোবাইল, এএফসি অ্যাগ্রো, মবিল যমুনা, বিডি থাই এবং সামিট পোর্ট অ্যালায়েন্স।
বুধবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬৭ কোটি ২ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ২১ কোটি ৩৬ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬৯ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৫০ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১১৬ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৮৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৭ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮৫ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৮০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ৮১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জিপিএইচ ইস্পাত, অ্যাপেক্স ফুটওয়্যার, অ্যাপোলো ইস্পাত, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, বিডি থাই, ফার কেমিক্যাল এবং ফরচুনা সু।
/এসএনএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী