X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

২৯ জেলায় সর্বোচ্চ ভ্যাটদাতা ওয়ালটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৮

সর্বোচ্চ ভ্যাটদাতা ওয়ালটন সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দেওয়ায় ২৯টি জেলায় সেরা ভ্যাটদাতার সম্মাননা অর্জন করেছে দেশীয় ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ব্যবসা ক্যাটাগরিতে সারা দেশে মোট ৪৯টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার পুরস্কার দেওয়া হয়। যার মধ্যে ওয়ালটন প্লাজাই পেয়েছে ২৯টি।

যথাযথ নীতিমালা অনুসরণ করে সর্বোচ্চ কর পরিশোধ করায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক সেরা করদাতার সম্মাননা অর্জন করে ওয়ালটন। ২০১৫-১৬ অর্থবছরে ফার্ম ক্যাটাগরিতে সর্বোচ্চ পরিমাণ কর দেওয়ায় এনবিআর ৫টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে। যার মধ্যে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন প্রথম এবং ওয়ালটন প্লাজা দ্বিতীয় পুরস্কার লাভ করে।

ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, ‘দেশীয় ব্র্যান্ড হিসেবে ওয়ালটন যেমন গ্রাহকপ্রিয়তার শীর্ষে তেমনি যথাযথ কর প্রদানের মাধ্যমে রাজস্ব খাতেও প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।’

২০১৪-১৫ অর্থবছরে ব্যবসা ক্যাটাগরিতে জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে পুরস্কারপ্রাপ্ত ওয়ালটন প্লাজাগুলো হলো- জামালপুর মেডিক্যাল রোডের ওয়ালটন প্লাজা, কিশোরগঞ্জ স্টেশন রোডের ওয়ালটন প্লাজা, মুন্সিগঞ্জ সদর রোডের ওয়ালটন প্লাজা, ব্রাহ্মণবাড়িয়ার কালিবাড়ি মোড়ের ওয়ালটন প্লাজা, সিলেটের আম্বরখানার ওয়ালটন প্লাজা, সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড রোডের ওয়ালটন প্লাজা, মৌলভীবাজার শ্রীমঙ্গল রোডের ওয়ালটন প্লাজা, বাগেরহাট পৌরসভা রোডের ওয়ালটন প্লাজা, সাতক্ষীরার পলাশপোলের ওয়ালটন প্লাজা, বরিশাল সদর রোডের ওয়ালটন প্লাজা, পটুয়াখালী সদর রোডের ওয়ালটন প্লাজা, পিরোজপুর হাসপাতাল রোডের ওয়ালটন প্লাজা, ভোলা সদরের ওয়ালটন প্লাজা, যশোর আরএন রোডের ওয়ালটন প্লাজা, গোপালগঞ্জ গৌরঙ্গী ডিসি রোডের ওয়ালটন প্লাজা, ঝিনাইদহ এইচএসএস রোডের ওয়ালটন প্লাজা, রাজবাড়ী প্রধান সড়কের ওয়ালটন প্লাজা, ফরিদপুর গোয়ালচামটের ওয়ালটন প্লাজা, মাগুরা সৈয়দ আতর আলী রোডের প্লাজা, নড়াইল রূপগঞ্জ বাজারের ওয়ালটন প্লাজা, রংপুর স্টেশন রোডের ওয়ালটন প্লাজা, দিনাজপুরের মর্ডার্ণ রোডের ওয়ালটন প্লাজা, নীলফামারীর সৈয়দপুরের ওয়ালটন প্লাজা, পাবনার গোপালপুরের আব্দুল হামিদ রোডের ওয়ালটন প্লাজা, চাঁপাইনবাবগঞ্জ ইন্দারা রোডের ওয়ালটন প্লাজা, নাটোর কানাইখালীর ওয়ালটন প্লাজা, বগুড়া ঝাউতলার ওয়ালটন প্লাজা, রাজশাহী সাহেব বাজারের ওয়ালটন প্লাজা ও সিরাজগঞ্জের এসএস রোডের ওয়ালটন প্লাজা।

এ প্রসঙ্গে ওয়ালটনের বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা বলেন, ‘ওয়ালটন উচ্চ গুণগতমানের পণ্য উৎপাদন এবং সাশ্রয়ী মূল্যে বাজারজাত করে দেশের সকল শ্রেণির গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। যার ফলে দেশের সর্বত্র ওয়ালটন পণ্যের চাহিদা ও বিক্রি ব্যাপক বেড়েছে। সেই সঙ্গে বাড়ছে ভ্যাট আদায় ও প্রদানের পরিমান। ওয়ালটন একদিকে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। অন্যদিকে সরকারের কর আদায় নীতি যথাযথভাবে অনুসরণের মাধ্যমে দেশের রাজস্ব বৃদ্ধিতেও ভূমিকা রাখছে।’

ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এস এম জাহিদ হাসান বলেন, ‘ওয়ালটন সকল পর্যায়ে স্বচ্ছভাবে ব্যবসা করছে তারই প্রমাণ সেরা করদাতা ও সর্বোচ্চ ভ্যাট দাতার স্বীকৃতি। জেলা পর্যায়ে ব্যবসা ক্যাটাগরির ৬০ শতাংশ পুরস্কারই আমরা পেয়েছি। এতে বোঝা যায় আমরা তৃণমূল পর্যায় থেকে শুরু করে সব জায়গায় সরকারের প্রাপ্য কর পরিপূর্ণভাবে দিয়ে থাকি।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া