X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৪৭, সিএসইতে বেড়েছে ৮৮ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৭, ১৫:৫৮আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ১৫:৫৮

ডিএসই ও সিএসই সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। তবে এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ দশমিক ৮৪ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৮৮ দশমিক ০৬ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৫৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৪৪ কোটি ৭৭ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৯৩ কোটি ৬৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৭০ কোটি ৫৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭৬ কোটি ৮৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০০ পয়েন্টে এবং ১০ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৮২১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৩টির, কমেছে ৬০টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  ইফাদ অটোমোবাইল, ন্যাশনাল ব্যাংক, আরএসআরএম স্টিল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, সিঙ্গার বিডি, জিএসপি ফাইন্যান্স, নাভানা সিএনজি, কেয়া কসমেটিকস, ইউনিক হোটেল এবং অ্যাপোলো ইস্পাত।
রবিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬২ কোটি ১১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৭৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১২ কোটি ০৮ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮৮ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৫৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৫৮ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬৩৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৬২ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৪৫ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৬টির, কমেছে ৪৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- আরএসআরএম স্টিল, ন্যাশনাল ব্যাংক, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিকস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিক হোটেল, জেনারেশন নেক্সট, স্কয়ার ফার্মা, হোল্ডেন হার্ভেস্ট এবং বেক্সিমকো লিমিটেড।
/এসএনএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন ৫৩৪ বিলিয়ন ডলার: পরিবেশমন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট