X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাজার দখলে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে ওয়ালটন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৭, ১৮:৪৬আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১১:৩১

বাজার দখলে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে ওয়ালটন দেশীয় ইলেকট্রনিক্স ব্রান্ড ওয়ালটন দেশেই তৈরি করছে উচ্চমানের হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। অভ্যন্তরীণ বাজারে চলতি বছর এসব পণ্যের বাজারজাত শুরুর পর দ্রুতই গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। তাই ২০১৭ সালে দেশের সিংহভাগ বাজার নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সময়োপযোগী ও আধুনিক বিক্রয় কৌশলের ওপর জোর দিয়েছে কোম্পানিটি।

সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত ওয়ালটন প্লাজা হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের আলোচনাসভায় এ তথ্য জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আলম।, পরিচালক এসএম মাহবুবুল আলম, নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা, নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকার, প্লাজা সেলস ও ডেভলপমেন্ট বিভাগের সিনিয়র এডিশনাল ডিরেক্টর কামাল হোসেন, মতিউর রহমান, মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস প্রমুখ। 

সভায় জানানো হয়, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনে সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে ইন্ডাকশন কুকার, গ্যাস স্টোভ, ব্লেন্ডার, সিলিং ও দেয়াল ফ্যান, বিভিন্ন ধরণের ইলেকট্রিক সুইচ-সকেট, রিচার্জেবল ব্যাটারি, এলইডি লাইট, প্যানেল লাইট, রিমোট কন্ট্রোল ফ্যান, রেগুলেটরসহ অন্যান্য হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। পরিকল্পনায় রয়েছে নতুন বছরে আরও বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্সেস উৎপাদনের। প্রচুর অর্থ বিনিয়োগ করে জার্মানি, জাপান, তাইওয়ানের প্রযুক্তিগত সহায়তায় মেধাবী, দক্ষ প্রকৌশলী ও টেকনিশিয়ানরা তৈরি করছেন এসকল পণ্য। মান নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতির অনুসরণ করে ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশন (আইইসি)-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত এসব পণ্য তৈরি হচ্ছে।

ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আলম বলেন, ‘আমাদের উৎপাদিত হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আন্তর্জাতিকমানের। পাশাপাশি দামও তুলনামূলক সাশ্রয়ী। রয়েছে দেশব্যাপী বিস্তৃত সার্ভিস পয়েন্ট ও শক্তিশালী মার্কেটিং নেটওয়ার্ক। সার্বিক বিষয় বিবেচনায় ২০১৭ সালে এসব পণ্যের সিংহভাগ বাজার নিজেদের করে নিতে প্রস্তুত ওয়ালটন। এজন্য সংশ্লিষ্টদের মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে কৌশলগত উৎপাদন ও বিক্রয় পরিকল্পনা প্রণয়নের ওপর জোর দেওয়া হচ্ছে।’

ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম মাহবুবুল আলম বলেন, ‘লক্ষ্য অর্জনে পণ্যের উচ্চমান ও অন্যান্য বিশেষ গুণ সম্পর্কে বিক্রয় প্রতিনিধিদের ব্যাপক জ্ঞান অর্জন করতে হবে। ক্রেতাদের তা জানাতে হবে। পাশাপাশি ক্রেতাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে পণ্য উৎপাদনে বৈচিত্র্য আনতে হবে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননের ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!