X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৯, সিএসইতে বেড়েছে ২৩ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৭, ০০:২১আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০০:২১

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। তবে উভয় স্টক এক্সচেঞ্জে এদিন লেনদেন গত কার্যদিবসের চেয়ে কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ০০ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২৩ দশমিক ০৭ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৪৯৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৮০১ কোটি ৯৩ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৪১৬ কোটি ৮৩ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল এক হাজার ৭০৪ কোটি ৫৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৮৭ কোটি ৭২ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৮৪ পয়েন্ট কমে ১ হাজার ২৪৩ পয়েন্টে এবং ২ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৯১০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১৫৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  বেক্সিমকো লিমিটেড, বারাকা পাওয়া, লংকা-বাংলা ফাইন্যান্স, ইফাদ অটোমোবাইল, ওরিয়ন ফার্মা, ডেসকো, কনফিডেন্স সিমেন্ট, অলিম্পিক অ্যাক্সেসরিজ, অ্যাপোলো ইস্পাত এবং গ্রামীণ ফোন।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৭৮ কোটি ৩০ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৯৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ১৮ কোটি ৬৪ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২৩ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৯৪৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৮ দশমিক ১২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৪১ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ১২ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১৪ হাজার ২৭৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৭৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১২৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ২১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বারাকা পাওয়ার, বিডি থাই, ন্যাশনাল ব্যাংক, বিএসআরএম লিমিটেড, আরএসআরএম স্টিল, ফারইস্ট নিটিং, অ্যাপোলো ইস্পাত, কনফিডেন্স সিমেন্ট এবং অলিম্পিক অ্যাক্সেসরিজ।
/এসএনএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা