X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রিজার্ভের টাকা খাটবে বিনিয়োগে

গোলাম মওলা
২৩ জানুয়ারি ২০১৭, ১৮:৫৭আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৯:০০

বাংলাদেশ ব্যাংক

সরকারের বড় বড় বিনিয়োগ প্রকল্পে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা ব্যবহার হতে যাচ্ছে শিগগিরই। এরই মধ্যে রিজার্ভের অর্থ দিয়ে রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল গঠনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তহবিলের বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক মতামতও চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা বিনিয়োগের জন্য অচিরেই নতুন কিছু ফান্ড তৈরি করা হবে। সেই ফান্ড থেকে সরকারের হাতে নেওয়া বিভিন্ন বড় প্রজেক্টে বিনিয়োগ করা সম্ভব হবে। আবার বিভিন্ন বেসরকারি প্রজেক্টেও বিনিয়োগ করা যাবে।’

তিনি আরও বলেন, ‘রিজার্ভের টাকা দেশের বড় বড় প্রজেক্টে বিনিয়োগ হলে একদিকে বাংলাদেশ ব্যাংক লাভ করবে, অন্যদিকে দেশের অর্থনীতিতেও সুফল আসবে। বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে, তার একটা বড় অংশ বিদেশে বিনিয়োগ হয়ে থাকে। এছাড়া দেশের ভেতরেও রিজার্ভের অর্থ বৈদেশিক মুদ্রায় বিনিয়োগ হয়ে থাকে।’ তিনি উল্লেখ করেন, এর আগে রফতানি খাতকে সহায়তা করতে রিজার্ভের অর্থ দিয়ে রফতানি উন্নয়ন ফান্ড (ইডিএফ) গঠন করা হয়েছিলো।

প্রসঙ্গত, গত বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক মতামত চেয়ে চিঠি দিয়েছে অর্থমন্ত্রণালয়। চিঠিতে জরুরি ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের মতামত দেওয়ার জন্য অনুরোধ করা হয়।

মতামত ইতিবাচক হলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে সরকার সহজ শর্তে ঋণ নিতে পারবে। রিজার্ভের বেশিরভাগ আসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ও রফতানি আয় থেকে।

এই তহবিল গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে গঠিত কমিটি গত ১৫ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছিলো। ওই প্রতিবেদনের সুপারিশে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক মতামত চাওয়া হয়।

জানা গেছে, ২০১৫ সালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছিলো সরকার। এই কমিটিকে তহবিলের কার্যপ্রণালী নির্ধারণ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী উত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে আইন, নীতি ও কারিগরি দিকগুলো পর্যালোচনা করে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়। এরই ধারাবাহিকতায় গত ১৫ ডিসেম্বর কমিটি তাদের প্রতিবেদন অর্থমন্ত্রীর কাছে জমা দেন।

সূত্র জানায়, ওই প্রতিবেদনে প্রাথমিকভাবে ছোট আকারে ও বৈদেশিক মুদ্রায় এ ধরনের তহবিল গঠন করার প্রস্তাব করা হয়। এজন্য সরকারের করণীয় সম্পর্কে বেশ কিছু সুপারিশও করা হয়। প্রতিবেদনে বিদেশি মুদ্রার প্রয়োজন হলে তা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে কিংবা মার্কেট থেকে কেনারও পরামর্শ দেওয়া হয়। এতে আরও বলা হয়, নিজস্ব বাজেটে হওয়ায় তহবিলটির মালিক হবে সরকার। ফলে এটার বৈশিষ্ট্য হবে সার্বভৌম সম্পদ তহবিলের মতো।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছিলেন, দেশের উন্নয়নে রিজার্ভ থেকে ঋণ নিয়ে বড় বড় প্রকল্প বাস্তবায়নের কাজ ২০১৭ সালে শুরু হতে পারে।

অবশ্য তারও আগে ২০১৫ সালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে উৎপাদনশীল খাতে বিনিয়োগের জন্য সার্বভৌম সম্পদ তহবিল গঠনের কথা বলেছিলেন।

/এএআর/আপ-এপিএইচ/

আরও পড়ুন:  ফেব্রুয়ারিতে শেখ হাসিনার ভারত সফর নিয়ে ফের সংশয়

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…