X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সব ব্যাংকে শিশু দিবাযত্ন কেন্দ্র তৈরির নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৭, ০১:২৯আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ০৭:০৯

বাংলাদেশ ব্যাংক



দেশের সব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের শিশু সন্তানদের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র তৈরির নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  বুধবার বাংলাদেশ ব্যাংকের সাসটেনেবল ফাইন্যান্স বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

 প্রসঙ্গত, কর্মজীবীদের শিশুদের সুষ্ঠু বিকাশ ও যথাযথ রক্ষণাবেক্ষণের লক্ষ্যে দিবাযত্ন কেন্দ্র স্থাপনের একটি নীতিমালা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের এই নীতিমালাটি অনুসরণ করার জন্য সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

এতে লিঙ্গ ভেদাভেদ না করে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের শিশু সন্তানদের বিনা খরচে অথবা সাধ্যানুযায়ী খরচের মধ্যে উপযুক্ত শিশু পরিচর্যার সুবিধা প্রদানের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে।

নিদের্শনায় বলা হয়েছে,  ব্যাংকে কর্মরত নারী বা পুরুষ তাদের ৬ মাস থেকে ৬ বছর বয়সী সর্বোচ্চ ২টি সন্তান এই দিবাযত্ন কেন্দ্রে ভর্তি করতে পারবেন। ব্যাংক কমিটি, একজন ডাক্তার, কর্মরত শিশুর মা বা বাবার মধ্যে থেকে মনোনীত প্রতিনিধির সমন্বয়ে গঠিত পরিচালনা কমিটির মাধ্যমে একটি ওয়েলফেয়ার কমিটি গঠন করতে হবে।

পরিচালনা কমিটি স্ব স্ব শিশু দিবাযত্ন কেন্দ্রের শিশুদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করবে। প্রয়োজনবোধে পরিচালনা কমিটি সদস্য ব্যাংকগুলোর ডাক্তার ও নার্স দিয়ে পর্যায়ক্রমে শিশুদের চিকিৎসার ব্যবস্থা করবে। নীতিমালায় বলা হয়েছে, শিশু দিবাযত্ন কেন্দ্রের পরিচালনা ব্যয় বহন করবে সংশ্লিষ্ট ব্যাংক।

তবে শিশু প্রতি মাসিক ফি শিশুর অভিভাবক বহন করবেন। কিন্তু, তা আড়াই হাজার টাকার বেশি হবে না। এতে আরও উল্লেখ করা হয়েছে, কোনও কারণে শিশুকে দিবাযত্ন কেন্দ্রে রাখতে অনিচ্ছুক হলে কর্তৃপক্ষকে ১৫ দিন আগে লিখিতভাবে জানাতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ব্যাংকগুলো কোথায় দিবাযত্ন কেন্দ্র স্থাপন করবে, পরিচালনা কমিটিতে কারা থাকবেন, খরচ, খাবারের মান, ভর্তি ও ব্যবস্থাপনা, শিক্ষাদান ও নিরাপত্তা পদ্ধতি কেমন হবে তারও একটি রূপরেখা তুলে ধরা হয়েছে।

/জিএম/টিএন/আপ-এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বসাহিত্যের খবর
বিশ্বসাহিত্যের খবর
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
দেশজুড়ে এমপিরাজ শুরু হয়েছে: রিজভী
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের