X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৪৭, সিএসইতে বেড়েছে ৯০ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৭, ১৬:৩২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫০

ডিএসই ও সিএসই সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে  সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। তবে এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমান গত কার্যদিবসের চেয়ে কমেছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ দশমিক ১৩ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৯০ দশমিক ৪১ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৪৬ কোটি ৩০ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৯৫৬ কোটি ৭২ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ৭৪ কোটি ৫১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১১৭ কোটি ৭৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৭ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৮ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৮ পয়েন্টে এবং ১৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৯৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ১২১টির এবং কোনও পরিবর্তন হয়নি ২০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, আরএসআরএম স্টিল, ডোরিন পাওয়া, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এসআইবিএল, সাইফ পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, বারাকা পাওয়ার এবং ইফাদ অটোমোবাইল।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৯ কোটি ৫৮ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৭১ কোটি ৭৯ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ২২ কোটি ২১ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৯০ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ২৮২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৫২ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯৩৭ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১২ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৮৩ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৬৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৮৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ২০টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, বিএসআরএম লিমিটেড, অ্যাপোলো ইস্পাত, ডোরিন পাওয়ার, এক্সিম ব্যাংক, কেয়া কসমেটিকস এবং কনফিডেন্স সিমেন্ট।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল