X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বছরে ১০ হাজার গাড়ি তৈরি করবে ইফাদ অটোস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৮

ফিতা কেটে ইফাদ অটোসের আনুষ্ঠানিক উদ্বোধন

বছরে ১০ হাজার গাড়ি তৈরির লক্ষ্য নিয়ে উৎপাদন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশে গাড়ি বাজারজাতকারী প্রতিষ্ঠান ইফাদ অটোস লিমিটেড। গত ২ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার অদূরে ধামরাইয়ে ইফাদের নিজস্ব কারখানায় এ উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন ভারতের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অশোক লেল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক বিনোদ কে. দেসারি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীংলা, ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, ইফাদ অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ, পরিচালক তাসফিন আহমেদ এবং বিভিন্ন বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, পরিবহন মালিক, শ্রমিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা। ইফাদ অটোস

 

উদ্বোধনী অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বেসরকারি উদ্যোগে নবদিগন্তের সূচনা করেছে ইফাদ অটোস লিমিটেড। প্রতিষ্ঠানটি গাড়ি সংযোজন কারখানা চালু করার ফলে দেশি-বিদেশি উদ্যোক্তারা উৎসাহিত হবেন।

মঞ্চে উপস্থিত অশোক লেল্যান্ডের প্রধান নির্বাহী, ভারতীয় রাষ্ট্রদূতসহ ইফাদ অটোসের কর্মকর্তারা

ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, ‘বিদেশ থেকে গাড়ি আমদানি করা সময়সাপেক্ষ ব্যাপার। আমাদের কারখানা চালু হওয়ার ফলে ক্রেতারা চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে গাড়ি পাবেন। এই কারখানায় বিখ্যাত অশোক লেল্যান্ড ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়িও তৈরি হবে। আশা করছি, ১০ হাজার গাড়ি সংযোজন করা সম্ভব হবে এখানে।’

অনুষ্ঠানে জানানো হয়, দেশে গত ১০ বছরে ভারি যানবাহনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। চাহিদা বৃদ্ধির সঙ্গে আমদানিকৃত গাড়ির ক্ষেত্রে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। এ বিষয়টি ভেবে ইফাদ অটোস লিমিটেড বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও দেশে শিল্পবান্ধব অবস্থার প্রেক্ষিতে এই সংযোজন কারখানা স্থাপন করেছে।

ইফাদ অটোসের সংবাদ সম্মেলন

ইফাদ অটোসের নতুন কারখানায় দেশি-বিদেশি বিশেষজ্ঞের সমন্বয়ে বিভিন্ন মডেলের এসি-নন এসি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান সংযোজন হবে। তাই উৎপাদন খরচ আমদানিকৃত তৈরি গাড়ির চেয়েও কম থাকবে। ফলে ক্রেতাদের সুবিধার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে আশা সংশ্লিষ্টদের। জাতীয় অর্থনীতিতে এই কারখানা বিশেষ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য উদ্যোক্তাদের।

 /জেএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!