X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ৪০, সিএসইতে বেড়েছে ৮৯ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৫

ডিএসই ও সিএসই সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে  সূচক বেড়ে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম।  তবে এদিন ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক ২২ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৮৯ দশমিক ৯৩ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৬২২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭১৯ কোটি ৪৬ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৫৭৬ কোটি ২২ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৬৭৭ কোটি ৯৬ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১০১ কোটি ৭৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪০ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৩ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫৭ পয়েন্টে এবং ৯ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে এক হাজার ৯৬১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২৩টির, কমেছে ৭১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩১টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সাইফ পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত, আরএসআরএম স্টিল, এসিআই ফর্মুলা,  বেক্সিমকো লিমিটেড, ইসলামী ব্যাংক, বারাকা পাওয়ার, জেমিনি সি ফুড এবং ইবনে সিনা।
সোমবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪৬ কোটি ৭১ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৪১ কোটি ৫০ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৫ কোটি ২১ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৮৯ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১৪৯ দশমিক ২২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৫৮৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২১ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৯৬ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৪৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ৫৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, অ্যাপোলো ইস্পাত, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, জেমিনি সি ফুড,  লংকা-বাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক এবং আরএসআরএম স্টিল।
/এসএনএইচ/

সম্পর্কিত
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আবেদন শুরু রবিবার
সর্বশেষ খবর
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
তিন নম্বরে থেকে সুপার লিগে মোহামেডান
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?