X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

একনেকে পৌনে তিন হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫০

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২ হাজার ৭১ কোটি ৮০ লাখ টাকার প্রাক্কলিত ব্যয় সম্বলিত ৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে সরবরাহ করা হবে। মঙ্গলবার ঢাকায় শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

একনেক সভা একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যমান রানওয়ে ও টেক্সিওয়ে শক্তিশালী করার মাধ্যমে ওয়াইড বডি বোয়িং ৭৭৭ মডেলের বিমানসহ অন্যান্য ফ্লাইট পরিচালনার জন্য চারশত বায়ান্ন কোটি টাকা প্রাক্কলিত ব্যয় সম্বলিত প্রকল্পটি অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটিকে আধুনিকায়নের মাধ্যমে আঞ্চলিক বিমানবন্দর হিসেবে প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, “গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বিস্তৃর্ণ এলাকা এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন গণকবর নদী ভাঙন থেকে রক্ষায় ২৭৬ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘যমুনা নদীর ডান তীরের ভাঙন হতে গাইবান্ধা জেলার সদর উপজেলা এবং গণকবরসহ ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থাপনা রক্ষা’ শীর্ষক প্রকল্প অনুমোদন পেয়েছে।”

একনেক সভায় অনুমোদিত অপর প্রকল্পসমুহ হচ্ছে, ৩৯৫ কোটি ৪৯ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (গোপালগঞ্জ জোন)’ প্রকল্প। ১৮২ কোটি ১৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘পটুয়াখালী-কুয়াকাটা সড়কে শেখ কামাল সেতু, শেখ জামাল সেতু ও শেখ রাসেল সেতু নির্মাণ’ প্রকল্প। ১২৮ কোটি ৫৪ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘দুইটি সংযোগ সড়ক (নিরালা এভিনিউ ও খুলনা বিশ্ববিদ্যালয় এভিনিউ) নির্মাণ’ প্রকল্প। ৩২০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উন্নয়ন’ প্রকল্প। ৫২ কোটি ২০ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘বরিশাল বিসিক শিল্পনগরীর অনুন্নত এলাকা উন্নয়ন এবং উন্নত এলাকার অবকাঠামো মেরামত ও পুননির্মাণ’ প্রকল্প এবং ২৬৫ কোটি ৪৬ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড এনকিউবেশন সেন্টার স্থাপন’ প্রকল্প।

একনেক সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সচিব এবং সিনিয়র সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।

/এসআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লিঙ্গবৈচিত্র্য ও পুরুষতন্ত্রের মেনে নেওয়া-না নেওয়া
লিঙ্গবৈচিত্র্য ও পুরুষতন্ত্রের মেনে নেওয়া-না নেওয়া
তীব্র গরমে কৃষিশ্রমিকের সংকট চরমে
তীব্র গরমে কৃষিশ্রমিকের সংকট চরমে
গাজা নিয়ে মার্কিন ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় গণগ্রেফতার
গাজা নিয়ে মার্কিন ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় গণগ্রেফতার
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মশলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মশলা
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি