X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষরে আগ্রহী জর্ডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৭

আমির হোসেন আমু বাংলাদেশের কাছে রাষ্ট্রীয় পর্যায়ে (স্টেট-টু-স্টেট) চুক্তির মাধ্যমে ফসফরিক অ্যাসিড ও রক ফসফেট বিক্রয়ের প্রস্তাব দিয়েছেন জর্ডানের বাণিজ্য ও শিল্পমন্ত্রী প্রকৌশলী জারুব কুদাহ। জর্ডান সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষরের বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

বুধবার জর্ডানের রাজধানী আম্মানে দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রীর দফতরে এ বৈঠক হয়। এসময় জর্ডানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল জলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, জর্ডানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং শিল্পখাতে যৌথ বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জর্ডানের রক ফসফেট সারের প্রশংসা করে বলেন, মান ভালো হওয়ায় বাংলাদেশে এ সারের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ প্রতি বছর জর্ডান থেকে দেড় লাখ মেট্রিক টনেরও বেশি রক ফসফেট আমদানি করে। রাষ্ট্রীয় চুক্তির আওতায় জর্ডান থেকে রক ফসফেট আমদানির বিষয়ে বাংলাদেশ সম্মত।

জর্ডানের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করে তিনি আরও বলেন, বাংলাদেশের প্রায় দেড় লাখ মানুষ জর্ডানে কাজ করছে। এ জনশক্তি জর্ডানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বাংলাদেশ থেকে আরো জনশক্তি আমদানির জন্য জর্ডানের মন্ত্রীর কাছে অনুরোধ করেন। 
এরপর আম্মান চেম্বার অব ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে বৈঠক করেন শিল্পমন্ত্রী। এসময় বাংলাদেশ এবং জর্ডানে যৌথ বিনিয়োগে শিল্প স্থাপনের বিষয়ে আলোচনা হয়। শিল্পমন্ত্রী বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, স্টিল ম্যানুফ্যাকচারিং, বিদ্যুৎ উৎপাদন, পেট্রোকেমিক্যাল সহ উদীয়মান শিল্পখাতে জর্ডানের উদ্যোক্তারা যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে পারে বলে অভিমত ব্যক্ত করেন। জর্ডানে যৌথ বিনিয়োগে একটি টিএসপি সার কারখানা স্থাপনের প্রস্তাব দিয়ে সেই কারখানায় উৎপাদিত সকল সার বাংলাদেশ ক্রয় করবে বলেও উল্লেখ করেন তিনি। শিল্পমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়ে এটি বাস্তবায়নে এক সঙ্গে কাজ করতে সম্মত হন জর্ডানের শিল্প উদ্যোক্তারা।

বুধবার জর্ডান ফসফেট মাইনস কোম্পানির (পিএলসি) কর্মকর্তাদের সঙ্গে আরেকটি বৈঠক করেন শিল্পমন্ত্রী। এই বৈঠকে পিএলসি’র কর্মকর্তারা তাদের প্রতিষ্ঠানে উৎপাদিত রক ফসফেট ও ফসফরিক অ্যাসিডের গুণগতমান সম্পর্কে শিল্পমন্ত্রীকে অবহিত করেন। এ সময় শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ জর্ডান থেকে রক ফসফেট ও ফসফরিক অ্যাসিড আমদানির জন্য দীর্ঘমেয়াদী চুক্তি করতে আগ্রহী। বাংলাদেশের আইন মন্ত্রণালয় এবং মন্ত্রিসভার অনুমোদনের পর এ বিষয়ে শিগগিরি একটি চুক্তি করা হবে বলে কর্মকর্তাদের জানান তিনি।   
বিসিআইসি’র চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিয়াউর রহমান খান, শিল্পমন্ত্রীর সহকারী একান্ত সচিব ফখরুল মাজিদ মাহমুদ এবং বিসিআইসি’র পরিচালক মো. আব্দুল হাই এসময় উপস্থিত ছিলেন।  
/এসআই/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন