X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এফবিসিসিআই নির্বাচন ১৪ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৬

এফবিসিসিআই

আগামী ১৪ মে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ মেয়াদকালের নির্বাচন অনুষ্ঠিত হবে। এফবিসিসিআই থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, এফবিসিসিআই নির্বাচন বোর্ড গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করে।

জানা গেছে, গত ২৯ জুন এফবিসিসিআই বোর্ড সভায় নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়। নির্বাচন বোর্ডের প্রধান করা হয় সংসদ সদস্য প্রফেসর আলী আশরাফকে। আর নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয় বিটিএমএ’র সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিনকে। এখন পর্যন্ত দুই হেভিওয়েট প্রার্থীর নাম সভাপতি পদের লড়াইয়ে শোনা যাচ্ছে। একজন হচ্ছেন বর্তমান প্রথম সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। অন্যজন সাবেক প্রথম সহ-সভাপতি জসিম উদ্দিন।

ঘোষিত তফসিল অনুযায়ী এফবিসিসিআইয়ের পরিচালক পদে নির্বাচনের জন্য ১০ এপ্রিল তারিখের মধ্যে মনোনায়নপত্র দাখিল করতে হবে। ১৫ মার্চের মধ্যে চেম্বার ও সমিতিগুলোকে ২০১৭ সালের চাঁদা পরিশোধ করতে হবে। ১৮ মার্চ ভোটার হিসেবে নাম পাঠানোর শেষ সময়। ২৩ মার্চ প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকার ওপর আপত্তি জানানো শেষ সময় ২৮ মার্চ। আপত্তির ওপর শুনানি করা হবে ২৯ ও ৩০ মার্চ।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১ এপ্রিল। ১০ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। এ তালিকা বাছাই করা হবে ১১ থেকে ২২ এপ্রিল পর্যন্ত। বৈধ মনোনয়নপত্র জমাদানকারীদের তালিকা প্রকাশ করা হবে ২৩ এপ্রিল। নির্বাচন বোর্ডের বৈধ মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করতে হবে ২৬ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত। বাতিল প্রার্থীর আপিল শুনানি গ্রহণ করা হবে ২৭ এবং ২৯ এপ্রিল। ৩০ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রণয়ন করা হবে। ৬ মে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ওইদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৪ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন নির্বাচন শেষে নির্বাচিত পরিচালকরা ১৬ মে  সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন। সব মিলিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২০ মে।

নিয়মানুযায়ী, এবার এফবিসিসিআই’র ৬০ পরিচালক পদের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮টি করে মোট ৩৬টি পরিচালক পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ২৪টি পদে আসবেন চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলো থেকে। দেশের ৮২টি চেম্বার ও ৩৮৫টি পণ্যভিত্তিক অ্যাসোসিয়েশনের সাধারণ পরিষদের সদস্যরা ভোট দিতে ৩৬ জনকে পরিচালক নির্বাচিত করবেন। পরবর্তীতে ৬০ জন পরিচালক এফবিসিসিআই সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।

 /জিএম/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়