X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

৮ বছরে ৭৩৩ প্রকল্প অনুমোদিত একনেকে

শফিকুল ইসলাম
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪২

একনেক সভা (ফাইল ছবি) আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা আট বছরের মেয়াদে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক হয়েছে ১০০টি। গত ১৪ ফেব্রুয়ারি শততম এই বৈঠক হয়। আর ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত আট বছরে ৭৩৩টি প্রকল্পে অনুমোদন দিয়েছে সরকার। আর এই প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৭ লাখ ৬৩ হাজার ৩০৯ কোটি ৭৫ লাখ টাকা। একনেক সূত্রে এই সব তথ্য পাওয়া গেছে।  

২০০৯ সালের ৬ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর থেকে গত ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত একনেকের মাধ্যমে সরকারের অনুমোদিত উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে পদ্মা সেতু প্রকল্প, পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প, ঢাকা- চট্টগ্রাম চার লেন প্রকল্পের বেশ কয়েকটি সংশোধনী প্রকল্প, ঢাকা- ময়মনসিংহ চার লেন প্রকল্প, বহুল আলোচিত রামপাল বিদ্যুৎ প্রকল্প। এ ছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প একেনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।   অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে সরকারের তহবিল ছিল ২ হাজার  ৬৪১ কোটি ৯৯ লাখ টাকা। আর যে যে সংস্থার আওতায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে বা হচ্ছে সেসব সংস্থার নিজস্ব তহবিল ৮৮ কোটি ৪৩ লাখ টাকা। আর এই সব প্রকল্পে সাহায্য হিসেবে ছিল ৯৫৪ কোটি ৮ লাখ টাকা।

আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদে শততম সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ‘প্রকল্প সমূহের বাস্তবায়নের ফলে দেশের মানুষ সুফল পাচ্ছেন। চলমান অগ্রগতির এই যাত্রা অব্যাহত থাকলে ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী  ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সুদৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে আরও দ্রুততার সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন।’

পরিকল্পনামন্ত্রী জানান, ‘শততম বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নয়নের রোলমডেল উল্লেখ করে বলেন, এই সরকারের সময়ে পদ্মা সেতু প্রকল্পে মিথ্য অভিযোগ দিয়ে ষড়যন্ত্র করা হয়েছিল। মিথ্যা অভিযোগের কারণে একজন সচিবকে জেল খাটতে হয়েছিল। মিথ্যা অভিযোগের কারণে দেশ পিছিয়েছে। ব্যক্তি বিশেষের স্বার্থে আঘাত লাগায় তা হয়েছে। গত অর্থবছর আমরা ৭ দশমিক ১১ ভাগ জিডিপি অর্জন করেছি। নির্ধারিত সময়ে পদ্মা সেতু বাস্তবায়িত হলে জিডিপিতে আরও ১ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি যুক্ত হতো। তখন বাংলাশের জিডিপি প্রবৃদ্ধিও হার ৮ শতাংশে উন্নীত করা সম্ভব হতো।’

সরকারের ১০০তম একনেক সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো- ৯৭৯ কোটি ৯৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্প। ৩৭৪ কোটি ১ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে বান্দরবানের আলীকদম-জালানীপাড়া-করুকপাতা-পোয়ামুহুরী সড়ক নির্মাণ প্রকল্প। ১৬৫ কোটি ১৯ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে গোপালগঞ্জ এবং বাগেরহাট পৌরসভায় পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন ব্যবস্থার উন্নতিকরণ প্রকল্প। ১০৬ কোটি ৫৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে রাজশাহী কোর্ট থেকে বাইপাস সড়ক পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ প্রকল্প।  ৫৯২ কোটি ৬৯ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে বৃহত্তর নোয়াখালী (নোয়াখালী, ফেনী ও লক্ষ্মিপুর জেলা) পল্লী অবকাঠামো উন্নয়ন-২ প্রকল্প। ৩৪০ কোটি ১৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প। ২৫০ কোটি ৫৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্প। ১৮৩ কোটি ৬৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প। ৮৬ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা কারিগরি শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপন প্রকল্প।  ৮৬ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা কারিগরি শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপন প্রকল্প। ১৬৩ কোটি ৫৭ লাখ  টাকা প্রাক্কলিত ব্যয়ে সাভার সেনানিবাসে মিলিটারি পুলিশ সেন্টার ও স্কুল নির্মাণ প্রকল্প এবং ৪৪২ কোটি ১৪ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় এলইডি সড়কবাতি, সিসিটিভি, ক্যামেরা ও সিসিটিভি কন্ট্রোল সেন্টার সরবরাহ ও স্থাপন প্রকল্প ।

/এসআই/এফএস/ 

আারও পড়ুন-


আগামী নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া