X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ডিএসইর প্রধান সূচক ১৪, সিএসইতে কমেছে ২৯ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৮৬ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২৯ দশমিক ০৮ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ৭৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৪৮৪ কোটি ১২ লাখ।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইর লেনদেন চিত্র

ডিএসই

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ২০ কোটি ২৯ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল এক হাজার ৩৯৩ কোটি ৯০ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩৭২ কোটি ৯০ লাখ টাকা।

এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৬১ পয়েন্ট কমে ১ হাজার ৩০৭ পয়েন্টে এবং ৭ দশমিক ৬৭ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ২৯ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ১৭৫টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর।

এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-লংকা-বাংলা ফাইন্যান্স, ইসলামী ব্যাংক, তিতাস গ্যাস, অ্যাকটিভ ফাইন কেমিক্যাল, বারাকা পাওয়ার, ওরিয়ন ফার্মা, সিঙ্গার বিডি, এএফসি অ্যাগ্রো, বেক্সিমকো লিমিটেড এবং অ্যাপোলো ইস্পাত।

সোমবার সিএসইর লেনদেন চিত্র

সিএসই

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৫৯ কোটি ৪৮ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৯০ কোটি ৯৩ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ৩১ কোটি ৪৫ লাখ টাকার বেশি।

এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ২৯ দশমিক ০৮ পয়েন্ট কমে ১০ হাজার ৫৪৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪৩ দশমিক ১৬ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৯০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২ দশমিক ০৮ পয়েন্ট কমে ১ হাজার ২৭৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪০ দশমিক ২০ পয়েন্ট কমে ১৫ হাজার ১২৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১৫১টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৮টি কোম্পানির শেয়ার দর।

টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বারাকা পাওয়ার, ইসলামী ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লিমিডেট, বেঙ্গল উইন্ডসর, তিতাস গ্যাস, ফিনিক্স ফাইন্যান্স, সিঙ্গার বিডি, কেয়া কসমেটিকস এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যাল।

/এসএনএইচ/

সম্পর্কিত
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার
‘ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা